সাতক্ষীরার কলারোয়ার কিছু খবর

কলারোয়া গার্লস হাইস্কুলে বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ ও পুরস্কার বিতরণী

বুধবার সকালে কলারোয়ার গার্লস পাইলট হাই স্কুলের বার্ষিক পরীক্ষা ফল প্রকাশ হয়েছে। এ উপলক্ষ্যে বুধবার সকাল ১১টার দিকে স্কুল চত্বরে আয়োজিত এক ছাত্র-শিক্ষক-অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কুল পরিচালনা কমিটির সভাপতি সাজেদুর রহমান খান চৌধুরী মজনু। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন, উপজেলা ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু, স্কুল ম্যানেজিং কমিটির সদস্য শিক্ষক জাকির হোসেন, প্রধান শিক্ষিকা আবেদা খাতুন, সহকারী শিক্ষক আসাদুজ্জামান, সিনিয়র শিক্ষিকা রেহেনা আফরোজ, জামিলা খান, রাশিদা আখতার, শাহার বানু, রেজুয়ানা খাতুন, মাসকুরা খাতুন, আফরোজা খাতুন, নাসিমা খানম, উত্তম কুমার চৌধুরী, বিউটি রানী ঘোষ, বদরুন নাহার, নিগার সুলতানা, পার্বতী পাল,সহকারী শিক্ষক মনিরুজ্জামান, অহিদুজ্জামান, আজহারুল ইসলাম, ইব্রাহিম হোসেন, ফজর আলী, ট্রেড ইন্সট্রাকটর সুরাইয়া বানু, ফিরোজা বেগম, ফজলুল হক, জোবায়দা জোহরা, মোল্লা বুলবুল কবীর, আবুল কালাম, উৎপল কুমার সাহা, অফিস সহকারী আকরাম আলী,শপ এ্যাসিসট্যান্ট শেখ নাঈম উদ্দিন,ল্যাব এ্যাসিসট্যান্ট আরাফিন সুলতানা প্রমুখ।
কলারোয়ায় সাজাপ্রাপ্ত আসামীসহ আটক-৩
বুধবার সকালে কলারোয়া থানা পুলিশ অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত মামলার এক আসামীসহ ৩জনকে আটক করেছে। কলারোয়া থানার অফিসার ইনচার্জ শেখ আবু সালেহ মাসুদ করিম সাংবাদিকদের জানান, গতকাল বুধবার সকালে কলারোয়া থানার এএসআই নাজিবুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে পৌর বাজার থেকে ঝিকরা গ্রামের ইন্তাজ আলীর পুত্র রবিউল ইসলাম(৪৫)কে আটক করে। তার বিরুদ্ধে ছাপাইনবাবগঞ্জ ট্রাইবুনাল জজ আদালে একটি ফেনসিডিল মামলায় ৫ বছর সাজা হয়। সে এই মামলা হওয়ার পর থেকে পলাতক ছিলো। যার মামলা নং- জিআর-৩৮/১০। অপর দিকে উপজেলার মির্জাপুর গ্রামের জিআর-১১৪/১৪ মামলার আসামী শামছুদ্দিন সানার পুত্র মুনছুর আলী (৩৫) ও বাকসা গ্রামের হাফিজুর রহমানরে পুত্র জিআর-৫০৫/০৯ মামলার আসামী মোস্তাফিজুর রহমান(২৬)কে আটক করেছে। আটকৃতদের বিরুদ্ধে আদালতের ওয়ারেন্ট রয়েছে।

কলারোয়ায় এসএমসি সদস্যদের মধ্যে সনদ পত্র বিতরণ
News-photo-31-বুধবার বেলা ১১টায় কলারোয়া জিকেএমকে পাইলট হাইস্কুলে টিচিং কোয়ালিটি ইমপ্র“ভমেন্ট টিকিউআই ইন সেকেন্ডারি এডুকেশন প্রজেক্টর ৩দিনব্যাপী এসএমসি সদস্যদের প্রশিক্ষণ কর্মশালায় সদন পত্র বিতরণ হয়েছে। উপজেলা ম্যাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হামিদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন খুলনা টির্চাস ট্রেনিংক কলেজের সহকারী অধ্যাপক রহিমা খাতুন,উপজেলা ভাইস চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন, জিকেএমকে পাইলট হাইস্কুলে প্রধান শিক্ষক আব্দুর রব।

 

 

কলারোয়ার লাঙ্গলঝাড়া কেএল হাইস্কুল থেকে জেএসসি পরীক্ষার জিপিএ-৫ পেয়েছে ৪ জন

News-photo-31--কলারোয়ার ঐতিহ্যবাহি লাঙ্গলঝাড়া কেএল হাইস্কুল থেকে২০১৪ সালের জেএসসি পরীক্ষার জিপিএ-৫ পেয়েছে ৪ জন ছাত্র-ছাত্রী। ছাত্র-ছাত্রীতের মধ্যে সানজিদা আজাদ জিপিএ-৫ গোল্ডেন-এ+, তৌফিকাজ্জাহান জিপিএ-৫,তরিকুল ইসলাম জিপিএ-৫, মেহেদী হাসান জিপিএ-৫ পেয়েছে। উক্ত ছাত্র-ছাত্রীরা ভবিষ্যাতে উচ্চপদস্থ কর্তকর্তা ও ডাক্তার হয়ে দেশের ও জাতির সেবা করতে চায়। কলারোয়া উপজেলার ৪ নং লাঙ্গলঝাড়া ইউনিয়নের কেএল হাইস্কুল থেকে প্রতি বছরই জেএসসি ও এসএসসি পরীক্ষায় জিপিএ-৫সহ ভাল ফলাফল করেন অভিভাবক, শিক্ষক, সুধীজন ও ছাত্র-ছাত্রীদের হৃদয় জয় করে। উক্ত শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি অধ্যাপক খলিলুর রহমান, পিটিএর সভাপতি আব্দুল মান্নান ও প্রতিষ্ঠাতা সদস্য মাস্টার ফজলুর রহমান বুলবুল বলেন, শিক্ষা প্রচেষ্টাই যথেষ্ট। প্রধান শিক্ষক নুরুল ইসলাম বলেন মনোমুগ্ধকর ও আর্কর্ষনীয় পাঠদান করানো সম্ভব হলে স্কুলের ভাল ফলাফল অবশ্যই করানো যায়। তাছাড়া সহকারী প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকরা বলেন প্রতি স্পাতাহে ছাত্র-ছাত্রীদের টিউটিকাল পরীক্ষা ও মাসিক পরীক্ষার মাধ্যমে মেধার কিাশ ঘটনানো হয়।



মন্তব্য চালু নেই