কলম্বিয়ায় ভূমিধসে নিহতদের মধ্যে ৪৪ শিশু

কলম্বিয়ায় ভূমিধসে কমপক্ষে ৪৪ শিশুর মৃত্যু হয়েছে। দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ভারী বৃষ্টিপাত আর ভূমিধসের ঘটনায় বহু মানুষ প্রাণ হারিয়েছে। মোকোয়া শহরটি যেন মৃত্যু পুরিতে পরিণত হয়েছে। প্রেসিডেন্ট জুয়ান ম্যানুয়েল সান্তোস হতাহতের সংখ্যা নিশ্চিত করেছেন। খবর বিবিসির।

ভয়াবহ বিপর্যয়ে এখন পর্যন্ত দুই শতাধিক মানুষ প্রাণ হারিয়েছে। আহত হয়েছে আরো কয়েকশ মানুষ।

প্রেসিডেন্ট সান্তোস শনিবারই ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি বলেছেন, সর্বশেষ মানুষটিকে খুঁজে না পাওয়া পর্যন্ত উদ্ধার অভিযান চলবে।

শনিবার ভোররাতের দিকে যখন সবাই ঘুমিয়ে ছিলেন তখনই ভুমিধসের ঘটনা ঘটে। হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

স্থানীয় গণমাধ্যম বলছে মৃতের সংখ্যা ৩শ জন। তবে প্রেসিডেন্ট সান্তোস জানিয়েছেন, নিহতের সংখ্যা ২০৭ জন। এদের মধ্যে ১৭০ জনের পরিচয় জানা গেছে। নিহতদের মধ্যে ৪৪ জনই শিশু। এর আগে সেনা বাহিনীর তরফ থেকে নিখোঁজের সংখ্যা ২শ বলে জানানো হয়।

প্রেসিডেন্ট ওই এলাকায় জরুরি অবস্থা জারি করেছেন। নিজেদের বাড়ি-ঘর ছেড়ে পালাতে শুরু করেছে বহু মানুষ। পুতুমায়ো প্রদেশে এক হাজারের বেশি সেনা ত্রাণ বিতরণে কাজ করছে।



মন্তব্য চালু নেই