কলম্বিয়ায় বিনামূল্যে ইন্টারনেট সেবা চালু করলো ফেসবুক

ফেসবুক কলম্বিয়ার জনগণের জন্য বিনামূল্যে ইন্টারনেট সেবার ব্যবস্থা করেছে। বুধবার ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ এ সেবার উদ্বোধন করেন। এ কাজে ফেসবুককে সহায়তা করেছে কলম্বিয়ার টেলিযোগাযোগ প্রতিষ্ঠান ‘টিগো’।

কলম্বিয়া হলো বিশ্বের চতুর্থতম দেশ যেখানে ফেসবুক ‘ইন্টারনেট ডট ওআরজি’ সেবা চালু করলো। এর মাধ্যমে ওই দেশের বাসিন্দারা বেশ কিছু ওয়েবসাইট বিনামূল্যে ভিজিট করতে পারবে।

বিশ্বের যেসব দেশের জনগণ ইন্টারনেট সেবা থেকে বঞ্চিত তাদের জন্য কাজ করে যাচ্ছে মার্কিন এ প্রতিষ্ঠানটি। ইতোমধ্যে ফেসবুক জাম্বিয়া, কেনিয়া ও তানজানিয়ায় বিনামূল্যে ইন্টারনেট সেবা দিয়ে আসছে।

কলম্বিয়ার জনগণ এ সেবার মাধ্যমে উইকিপিডিয়া, আবহাওয়া সংক্রান্ত ওয়েবসাইট, চাকরির খবরদাতা ওয়েবসাইট, স্বাস্থ্যসেবা বিষয়ক ওয়েবসাইট এবং ফেসবুক বিনামূল্যে ব্যবহার করতে পারবে।

প্রথম বারের মতো কলম্বিয়া সফর করলো মার্ক জাকারবার্গ। সেখানে তিনি ফেসবুক ব্যবহাকারীদের সঙ্গে একটি বৈঠকও করেন।

কলাম্বিয়ার প্রেসিডেন্ট জুয়ান ম্যানুয়েল সান্তস জানান, সেদেশে মোবাইল গ্রাহকের সংখ্যা খুবই কম। ফলে অনেকেই ইন্টারনেট সেবা থেকে বঞ্চিত। এই সেবার মাধ্যমে অনেকেই এখন দরকারি তথ্য ইন্টারনেটের মাধ্যমে খুঁজে নিতে পারবে।



মন্তব্য চালু নেই