করাচি বিমানবন্দরে হামলার জন্য দায়ী নরেন্দ্র মোদির নয়া নিরাপত্তা বাহিনী, তোপ হাফিজ সঈদের

দিলীপ মজুমদার (কলকাতা): করাচি বিমানবন্দরে সন্ত্রাসবাদী হামলার জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নিরাপত্তা বাহিনীকে দায়ী করলেন ২৬/১১-র মুম্বই জঙ্গি হামলার মস্তিষ্ক বলে চিহ্নিত হাফিজ মহম্মদ সঈদ নিষিদ্ধ ঘোষিত জামাত-উদ-দাওয়া প্রতিষ্ঠাতা নিজের সরকারি টুইটার হ্যান্ডলে পাকিস্তান সরকারকেও আক্রমণ করেছেন

তেহরিক-ই-তালিবান করাচির জিন্না বিমানবন্দরে গতকাল রাতের হামলার দায় স্বীকার করলেও নরেন্দ্র মোদির দিকে আঙুল তুলেছেন জামাত সুপ্রিমো তাঁর দাবি, তেহরিক-ই-তালিবান দায় নিলেও করাচি বিমানবন্দরে হামলার জন্য দায়ী নরেন্দ্র মোদির নয়া নিরাপত্তা বাহিনী

পাক সরকারকেও একহাত নিয়ে তিনি আরেকটি টুইটার-বার্তায় বলেছেন, আমরা করাচি বিমানবন্দরে নারকীয় হামলার তীব্র নিন্দা করছি সরকার ভারতের সঙ্গে উপহার দেওয়া নেওয়া বন্ধ করে মেরুদণ্ড আছে, তার পরিচয় দিক!

করাচি বিমানবন্দরে হামলার জন্য দায়ী



মন্তব্য চালু নেই