কন্যা চেয়ে চীনা নারীর বিজ্ঞাপন
চীনের একজন নারী তার সম্পদের উত্তরাধিকার হওয়ার জন্য একজন প্রাপ্তবয়স্ক ‘মেয়ে’ চেয়ে বিজ্ঞাপন দিয়েছেন।
নিউজ ওয়েবসাইট দ্য শাংডুডটকম এর এক প্রতিবেদনে বলা হয়েছে, ওই নারী তার কোম্পানি এবং এমনকি তার সম্পদের উত্তরাধিকারী করার জন্য বিজ্ঞাপনটি দিয়েছেন।
দেশটির পূর্বাঞ্চলীয় হেনান প্রদেশের ঝেঙঝু শহরে একটি চাকরি কেন্দ্রের কাছে এই বিজ্ঞাপনটি প্রকাশ করা হয়। এতে লেখা হয়েছে, তিনি ৪০ বছরের নিচের বয়সী একজন ‘সহৃদয়’ নারীকে খুঁজছেন, যিনি রাজি হলে তার উত্তরাধিকারী করবেন।
লিও গুইলিং নামের ৬৮ বছর বয়সী, পেশায় চিকিৎসক ওই নারী বিজ্ঞাপনে লিখেছেন, তার একটি ক্লিনিক আছে, চারটি বাড়ি আছে, কিন্তু নি:সন্তান তিনি। তার স্বামী শারীরিকভাবে অচল হয়ে বিছানায় পড়ে আছেন।
মিসেস লিউ ওই ওয়েবসাইটকে বলেন, তিনি এমন একজনকে চান, যে কিনা ঠিক মেয়ের মতোন তাকে দেখতে আসবে এবং যে তারেএই শর্তগুলো পূরণ করতে পারবেন, তিনি তার দুটি বাড়ি এবং ক্লিনিকের উত্তরাধিকারি হবেন।
বিজ্ঞাপনটি সবার দৃষ্টি আকর্ষণ করে এবং চীনের সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে বেশ সাড়া জাগিয়েছে। বেইজিং টাইমস এ একজন লিখেছেন, “একজন বৃদ্ধা নারী হওয়া খুবই কঠিন, আবার একজন চিকিৎসক হওয়াও কঠিন। মানুষ শুধুমাত্র একটুখানি ভালবাসা চায়, তার প্রতি নির্মম হবেন না।”
অনেকেই আবার এই ধরনের বিজ্ঞাপনকে তাচ্ছিল্য করে বলেছেন, এটা মোটেও ভাল কোনো আইডিয়া না।
একজন লিখেছেন, “বাইরের একজন অচেনা মানুষ কি করে নিজের সন্তানের মতোন ভালোবাসবে? পারিবারিক মূল্যবোধ কি আপনারা তা জানেন?”
অন্যরা আবার এ নিয়ে রসিকতা করতেও ছাড়ছে না। একজন তো বলেই ফেলেছেন, “আপনি কি একজন ছেলে সন্তান চান?” সূত্র: বিবিসি
মন্তব্য চালু নেই