কনের ভাই পণ চায় আইফোন ৬!
বাংলাদেশ থেকে পণপ্রথা উঠে গেলেও মধ্যপ্রাচ্যে এখনো আছে। সুযোগ বুঝে মোটা অংকের পণ চেয়ে বসেন কনের বাবা। তাই যতোটা পারা যায় এই দাবি সহ্যসীমার মধ্যে রাখার চেষ্টা করছে মধ্যপ্রাচ্যের দেশেগুলোর সরকার।
কিন্তু সৌদি আরবে যে ঘটনা ঘটলো তাতে মনে হয় না সরকারের উদ্যোগে কাজ হচ্ছে!
এক পাত্রীর ভাই বরের কাছে আজব এক শর্ত দিয়ে বসেছে। টাকা-পয়সা, বাড়ি, গাড়ি নয় তার চাই আইফোন ৬! এ না হলে বোনকে তিনি দেবেন না।
গত মঙ্গলবার এমন খবর প্রকাশ করেছে সংযুক্ত আরব আমিরাতের ইংরেজি দৈনিক গালফ নিউজ।
উল্লেখ্য, অ্যাপলের সর্বশেষ সংস্করণ আইফোন ৬ সৌদি আরবের বাজারে এখনো আসেনি। ফোনটির গঠন ও ইন্টারফেস অত্যন্ত আকর্ষণীয়। তাই বাজারে আসার আগেই কয়েক লাখ মানুষ আগাম অর্ডার দিয়ে ফেলেছে।
এই সেটটিই উপহার হিসেবে পাওয়ার বায়না ধরেছে পাত্রীর ভাই।
গালফ নিউজে আরো বলা হয়েছে, বাহরাইনে চাকরিরত সাউদ আহমেদ নামে ওই বর পছন্দের পাত্রীর ভাইয়ের এমন আবদার শুনে বেজাই খেপেছেন। তিনি মনে করেন, এমন একটা সংস্কৃতি তার দেশে গড়ে তোলা দরকার যেখানে বিয়েকে সামনে রেখে টুপাইস কামানোর সুযোগই না থাকে।
তবে কনের ভাইয়ের বয়স কতো তা ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।
মন্তব্য চালু নেই