কলারোয়া (সাতক্ষীরা) সংবাদ (২০/৯/১৪)

কলারোয়া সীমান্তের বিপরীতে ভারতে আটক দুই বাংলাদেশিকে হস্তান্তর:
কলারোয়া সীমান্তের বিপরীতে ভারতে আটক দুই বাংলাদেশিকে বিএসএফ আটক করে বিজিবির কাছে হস্তান্তর করেছে। শুক্রবার সকালে অবৈধপথে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের সময় কলারোয়ার কাকডাঙ্গা সীমান্তের বিপরীতে ভারতের তারালি ক্যাম্পের বিএসএফ তাদের আটক করে। আটককৃতরা হলো- যশোর জেলার ঝিকরগাছা উপজেলার মৃত নুরুল বক্সের পুত্র আবুল হোসেন শেখ (৬৫) ও একই গ্রামের আ. আজিজের স্ত্রী সালেহা খাতুন (৪৫)। থানা সূত্র জানায়, ওই দুই বাংলাদেশিকে ভারতের তারালি ক্যাম্পের টহলরত বিএসএফ আটকের পর দুপুরের দিকে কাকডাঙ্গা সীমান্তে অনুষ্ঠিত পতাকা বৈঠকের মাধ্যমে কাকডাঙ্গা বিওপির বিজিবির কাছে তাদের হস্তান্তর করে বিএসএফ। এঘটনায় কাকডাঙ্গা বিওপির হাবিলদার ইসমাইল আমিন বাদী কলারোয়া থানায় পাসপোর্ট আইনে মামলা (নং-১৭) করেছেন বলে জানা গেছে।

প্রবাসির বাড়িতে মালামাল লুটের ঘটনায় থানায় মামলা ॥ ওসির ঘটনাস্থল পরিদর্শন:
বিভিন্ন পত্র-পত্রিকায় সংবাদ প্রকাশের জের ধরে প্রবাসির বাড়িতে মালামাল লুটের ঘটনায় থানায় মামলা হয়েছে। শুক্রবার সকালে বিভিন্ন পত্র-পত্রিকায় প্রকাশিত সংবাদ দেখে থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ আবু সালেহ মাসুদ করিম উপজেলার মানিকনগরে প্রবাসীর বাড়ি পরিদর্শন করেন। কলারোয়ার মানিকনগর গ্রামের মালয়েশিয়া প্রবাসি বাড়ীতে বৃহষ্পতিবার রাতে মালামাল লুটের ঘটনায় ৮জনকে অজ্ঞাতনামা আসামী করে শুক্রবার কলারোয়া থানায় ৩৯৫/৩৯৭ পিসি ধারায় মামলাটি (নং-১৬) দায়ের করেছেন প্রবাসি মানিকনগর গ্রামের শফিকুল ইসলাম। মামলার বিবরণে জানা গেছে, উপজেলার জয়নগর ইউনিয়নের মানিকনগর গ্রামের মৃত জমিরউদ্দিনের পুত্র মালয়েশিয়া প্রবাসি শফিকুল ইসলাম দফাদার (৫২) গত শনিবার দেশে ফেরেন। বৃহস্পতিবার গভীর রাতে ৭/৮ জনের দূর্বৃত্ত দল তালা ভেঙ্গে তার বাড়ীতে প্রবেশ করে। এসময় বাড়ীর মালিকসহ অন্যদের জিম্মি করে নগদ টাকা, মোটরসাইকেল, স্বর্ণালংকারসহ ১২লাখ টাকার বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায়।

দুই জামায়াত কর্মী আটক:
কলারোয়ায় দুই জামায়াত কর্মীকে পুলিশ আটক করেছে। আটককৃতরা হলো- উপজেলার দক্ষিন সোনাবাড়ীয়া গ্রামের মোতালেব মোল্লার পুত্র সিরাজুল ইসলাম (৪৫) ও মানিকনগর গ্রামের মানিক সরদারের পুত্র ইসমাইল সরদার (৫০)। কলারোয়া থানার ওসি শেখ আবু সালেহ মাসুদ করিম জানান, শুক্রবার সকালে থানার এসআই হারাধন কুন্ডু সোনাবাড়ীয়া গ্রামের সিরাজুল ইসলামকে তার বাড়ি থেকে ৩১(৮)১৪ নং মামলায় এবং বিকেলে সরসকাটি ফাড়ির এসআই ময়েনউদ্দিন মানিকনগর গ্রামের ইসমাইল সরদার (৫০)কে তার বাড়ী থেকে আটক করে। আটককৃতরা জামায়াত কর্মী বলে সূত্র জানায়।

কলারোয়ার শ্রেষ্ঠ প্রাইমারি শিক্ষক নবকুমার দাস:
কলারোয়া উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছেন নবকুমার দাস। উপজেলার ৬৭টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে তিনি প্রাথমিক শিক্ষা অফিস কর্তৃক শ্রেষ্ঠ নির্বাচিত হন। নবকুমার দাস ২০০৪সালে নিয়োগ পেয়ে উপজেলার বিভিন্ন সরকারি প্রাইমারী স্কুলে সুনামের সাথে চাকুরিত থেকে বর্তমানে ৭নং মুরারীকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত আছেন। তিনি পৌরসভাধীন মুরারীকাটি গ্রামের মৃত দীলিপ চন্দ্র দাসের পুত্র। জানা গেছে, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস কর্তৃক গত ১৬সেপ্টেম্বর শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচন প্রক্রিয়া অনুষ্ঠিত হয়। উপজেলা চেয়ারম্যানের কার্যালয়ে আয়োজিত ওই নির্বাচনী পরীক্ষায় নবকুমার শ্রেষ্ঠত্ব অর্জন করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন, ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আকবর আলী, সহকারী শিক্ষা কর্মকর্তা আলমগীর হোসেন, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি রবিউল ইসলাম, প্রধান শিক্ষিকা রাফিজা বানু, শিক্ষক সিরাজুল ইসলাম সিরাজ প্রমুখ। এদিকে জানা গেছে, উপজেলার শ্রেষ্ঠ শিক্ষিকা নির্বাচিত হয়েছেন ইলিশপুর প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষিকা বিলকিস বানু, শ্রেষ্ঠ কাব শিক্ষক নির্বাচিত হয়েছেন গোপিনাথপুর প্রাইমারি স্কুলের আব্দুল ওহাব মামুন, শ্রেষ্ঠ বিদ্যালয় নির্বাচিত হয়েছে কলারোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, শ্রেষ্ঠ স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন কলারোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি ও পৌর কাউন্সিলর রফিকুল ইসলাম।

কলারোয়ায় মসজিদের মাইকসেট চুরি ॥ দুই চোর আটক:
কলারোয়ায় মসজিদের মাইকসেট চুরির ঘটনায় দুই চোরকে জনতা আটক করেছে। জানা গেছে, বৃহষ্পতিবার দিবাগত গভীর রাতে উপজেলার আলাইপুর দক্ষিন পাড়া বাইতুল হাম্দ জামে মসজিদের মাইকসেট কে বা কারা চুরি করে নিয়ে যায়। শুক্রবার ভোরে ফজরের নামাজ পড়তে এসে মুসল্লীরা দেখেন মসজিদের বেড়া কেটে মাইকসেট চুরি হয়েছে। শুক্রবার দিনভর মুসল্লীরা অনুসন্ধান চালালে এক ভ্যান চালক জানান সকালের দিকে ওই গ্রামের মোহর আলীর পুত্র মফিজুল ইসলাম (১৭)কে বস্তাবন্দি করে মাইকসেট কলারোয়ার দিকে নিয়ে যেতে দেখেছেন। এরই সূত্র ধরে সন্ধ্যার দিকে মফিজুলকে স্থানীয়রা আটক করে জিজ্ঞাসাবাদ করলে সে লাঙ্গলঝাড়া জনৈক রুস্তম আলীর পুত্র আ.মাজেদ (২২) মাধ্যমে চুরির কথা স্বীকার করে। পরে জনতা লাঙ্গলঝাড়া থেকে মাজেদকে আটক করে আলাইপুরের ওই মসজিদ এলাকায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে সেও চুরির কথা স্বীকার করে। এ রিপোর্ট লেখার সময় দুই মাইকসেট চোরকে জনতা থানা পুলিশে সোপর্দ করার প্রক্রিয়া করছে বলে জানা গেছে।



মন্তব্য চালু নেই