ওয়াশিংটন অঙ্গরাজ্যের সন্দেহভাজন হামলাকারীর ছবি প্রকাশ

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যের শপিং মলের সন্দেহভাজন হামলাকারীর ছবি প্রকাশিত হয়েছে। মার্কিন পুলিশের মুখপাত্র সার্জন মার্ক ফ্রান্সিস তার টুইটার একাউন্টে সন্দেহভাজন হামলাকারীর ছবি প্রকাশ করেন।

শুক্রবার যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সন্ধ্যায় পরিচালিত ওই হামলায় ৪ নারী নিহত হন। গুরুতর আহন হন একজন পুরুষ। বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়, ভিডিও ফুটেজে একজন যুবককে রাইফেল হাতে দেখা গেছে। আর সিএনএনের খবর থেকে জানা যায়, স্থানীয় সময় সন্ধ্যা সাতটার দিকে মলে গুলি চলেছে বলে পুলিশ খবর পায়।

মিনেসোটা অঙ্গরাজ্যের অপর এক বিপণি বিতানে এক ব্যক্তির ছুরিকাঘাতে নয়জন আহত হওয়ার এক সপ্তাহের মধ্যেই বার্লিংটনের এ ঘটনা ঘটল। মিনেসোটার ঘটনায় হামলাকারী পুলিশের গুলিতে নিহত হন। এ ঘটনাকে সন্ত্রাসী তৎপরতা ধরে নিয়ে তদন্ত চালিয়ে যাচ্ছে এফবিআই।



মন্তব্য চালু নেই