ওয়ান ব্যাংকের ডিএমডিসহ ৫ কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ

ওয়ান ব্যাংক লিমিটেডের উপ ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) জোহরা বিবিসহ পাঁচ কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আনন্দ শিপইয়ার্ডের প্রায় ১৩শ কোটি টাকা ঋণ জালিয়াতির ঘটনায় সোমবার সকাল সাড়ে ১০টা থেকে দুদকের প্রধান কার্যালয়ে তাদের জিজ্ঞাসাবাদ চলছে।

দুদকের উপপরিচালক মীর মো. জয়নুল আবেদীন শিবলী তাকে জিজ্ঞসাবাদ করছেন। জিজ্ঞাসাবাদ বিকাল পর্যন্ত চলবে বলে দুদক সূত্রে জানা যায়।

ওই পাঁচ কর্মকর্তাকে গত ২৬ জানুয়ারি তলব করে চিঠি দিয়েছিল দুদক। যাদের জিজ্ঞসাবাদ করা হচ্ছে তারা হলেন- ওয়ান ব্যাংক লিমিটেডের করপোরেট হেড কোয়ার্টারসের ডিএমডি জোহরা বিবি, ভাইস প্রেসিডেন্ট (মার্কেটিং বিভাগ) মো আবু সালেহ, এসইভিপি এবং হেড অব মার্কেটিং রোজিনা আলিয়া আহমেদ, এসইভিপি মো. আফতাব উদ্দিন খান ও প্রিন্সিপাল অফিসার জামিল হোসেন।

আনন্দ শিপেইয়ার্ডের বিরুদ্ধে জাহাজ রফতানির নামে প্রায় এক হাজার ৩০০ কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ আমলে নিয়ে চলতি বছরের এপ্রিল মাসে অনুসন্ধান শুরু করে দুদক।

অভিযোগের বিষয়ে জানা যায়, জাহাজ রফতানির নামে ঋণ জালিয়াতির মাধ্যমে আনন্দ শিপইয়ার্ড দেশের ১২টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে প্রায় এক হাজার ৩০০ কোটি টাকা হাতিয়ে নিয়েছে। জাহাজ নির্মাণের পূর্ব অভিজ্ঞতা না থাকলেও পর্যাপ্ত জামানত ছাড়া এসব ঋণ দেওয়া হয়েছিল। বাংলাদেশ ব্যাংকের বিশেষ পরিদর্শনে এ সব জাল-জালিয়াতির তথ্য বেরিয়ে আসে।



মন্তব্য চালু নেই