ওয়াইফাই দাবি ঢাকা কলেজের শিক্ষার্থীদের
নিজেদের ক্যাম্পাসে ওয়াইফাই সুবিধা চালুর জন্য আন্দোলনে নামবে ঢাকা কলেজের শিক্ষার্থীরা। প্রযুক্তি ছোঁয়া ছড়িয়ে যাচ্ছে দেশজুড়ে। সর্বশেষ ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনকে ওয়াইফাই নেটওয়ার্কের আওতায় আনা হয়েছে। মধুর ক্যান্টিনে ১০ মেগা গতির ইন্টারনেট ১০০ মিটার এলাকার মধ্যে যে কেউ ল্যাপটপ, ট্যাব ও স্মার্টফোনে বিনামূল্যে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন।
ঢাকা কলেজ ছাত্র ও কলেজের সাংবাদিক সমিতির সভাপতি যাকারিয়া ইবনে ইউসুফ বলেন, ‘দেশের সেরা শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে ঢাকা কলেজের অবস্থান নতুন করে বলার কিছু নেই। খ্যাতি ও সম্মানের দিক দিয়ে আমরা যতটা এগিয়ে প্রযুক্তি ও অন্যান্য সুবিধার দিক দিয়ে ততটাই পিছিয়ে। আমাদের আশা জেগেছিল যখন মাস পাঁচেক আগে টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ঢাকা কলেজ ক্যাম্পাসকে ওয়াইফাই সেবার আওতাভুক্ত করার প্রতিশ্রুতি দেন। কিন্তু তা বাস্তবায়ন হয়নি।’
আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা চাই দ্রুত আমাদের ক্যাম্পাসে ওয়াইফাই সুবিধা চালু হোক। এ দাবিতে ২৩ সেপ্টেম্বর ক্যাম্পাসের সামনে মানববন্ধন করা হবে।’
মন্তব্য চালু নেই