সিরাজউদদৌলাকে হৃদয়ে ধারণ করতে হবে

দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করতে হলে নবাব সিরাজউদদৌলাকে হৃদয়ে ধারণ করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত লেফট্যানেন জেনারেল মাহবুবুর রহমান।
শুক্রবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে নবাব সিরাজউদৌলা পরিষদের আয়োজনে নবাব সিরাজউদদৌলার ২৮৭তম জন্মদিন উপলক্ষে ‘অতীত ও বর্তমান প্রেক্ষাপটে নবাব সিরাজউদদৌলার আত্মত্যাগের মূল্যায়ন’ শীর্ষক এক আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
তিনি বলেন, ‘আজকে দেশে গণতন্ত্র সম্পূর্ণভাবে পরাভূত। দেশের সার্বভৌমত্ব আজ হুমকির মুখে। তাই দেশের স্বাধীনতা ও সার্বভৌত্বকে রক্ষা করতে হলে সিরাজউদদৌলার আদর্শকে হৃদয়ে ধারণ করতে হবে আমাদের।’
মাহবুব বলেন, ‘মনে করেছিলাম একাত্তরের স্বাধীনতার মাধ্যমে আমরা আগের সব গ্লানি ভুলে গেছি। কিন্তু স্বাধীনতার ৪৩ বছর পরেও দেখছি মীর জাফর ও ঘষেটি বেগমরা বাংলার আকাশে ঘুরে বেড়ায়।’
বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, ‘পলাশীর ইতিহাস আমাদের গৌরবের ইতিহাস। সিরাজউদদৌলা একটা দেশপ্রেমের প্রতীক।’
জাগপার সভাপতি শফিউল আলম প্রধান বলেন, ‘মীর জাফর মঈন উদ্দিনকে নিয়ে ১/১১ ঘটানো হয়েছিল। সেই মঈন উদ্দিনের মাধ্যমে শেখ হাসিনা ক্ষমতায় এসে আজ দেশের অস্তিত্বের শেকড় ধরে টান মারছে।’
তিনি বলেন, ‘আজ দেশটাকে নেতাশূন্য, মেধাশূন্য এবং সেনাশূন্য করার চক্রান্ত চলছে। দেলওয়ার হোসাইন সাঈদী, মতিউর রহমান নিজামীর মতো লোকদের আজ হত্যা করার চেষ্টা চালানো হচ্ছে। দেশ স্বাধীন করেছি হিন্দুস্তানের দাসত্ব করার জন্য নয়।’
সংগঠনের সভাপতি ড. রবিন আজাদের সভাপতিত্বে এ সময় অরো বক্তব্য দেন বাংলাদেশ কল্যাণপার্টির চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সৈয়দ ইব্রাহিম, বাংলাদেশ মুসলিম লীগের প্রেসিডিয়াম সদস্য নবী চৌধুরী, নবাব সিরাজউদদৌলার অষ্টম বংশধর প্রকৌশলী সৈয়দ গোলাম মোস্তফা প্রমুখ।



মন্তব্য চালু নেই