ওসমানী নগরে ইমাম হত্যার বিচারের দাবীতে গোলাপগঞ্জে মানববন্ধন

আজিজ খান, গোলাপগঞ্জ (সিলেট)প্রতিনিধি : গোলাপগঞ্জে ইমাম সমিতির উদ্যোগে ওসমানী নগরে দক্ষিণ মোবারকপুর জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুর রহমানকে হত্যার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

গতকাল রোববার বাদআসর উপজেলা সদরে সিলেট-জকিগঞ্জ সড়কে উপজেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা আব্দুল মতিনের পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন গোলাপগঞ্জ চৌমুহনী জামে মসজিদের ইমাম মাওলানা ওয়ারিছ উদ্দিন, উপজেলা হেফাজতে ইসলামের সভাপতি মাওলানা আব্দুর রহিম, রিয়াছতুল উলুম মাদ্রাসাতুল বানাতের হাফিজ মাওলানা বদরুল ইসলাম, ইলিয়াছ বিন রিয়াছত।

উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ চৌমুহনী জামে মসজিদের মুতাওয়াল্লী হাজী আব্দুল ওয়াদুদ, বীর মুক্তিযোদ্ধা মুহিব খান, গোলাপগঞ্জ প্রেসক্লাব সাধারণ সম্পাদক মাহফুজ আহমদ চৌধুরী, অনলাইন প্রেসক্লাব সভাপতি এম আব্দুল জলিল, মাওলানা আব্দুল খালিক, টিকরবাড়ী জামে মসজিদের ইমাম মাওলানা আলাউদ্দিন, রাঙ্গাডহর বাজার জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুল করিম প্রমুখ। মানববন্ধনে বক্তারা মাওলানা আব্দুর রহমানের হত্যাকারীদের আইনের আওতায় এনে দৃষ্ঠান্তমূলক শাস্তির দাবী জানান।



মন্তব্য চালু নেই