এভারেস্টে ওঠার রাস্তা পরিবর্তন করছে নেপাল

এভারেস্টে ওঠার রাস্তা পরিবর্তনের ঘোষণা দিয়েছে নেপাল সরকার। গত বছর বরফ ধসে ১৬ পর্বতারোহীর মৃত্যু হয়। এর পরিপ্রেক্ষিতেই রাস্তা পরিবর্তনের সিদ্ধান্ত নেয় নেপাল সরকার।

এভারেস্টে ওঠার বর্তমানের রাস্তাটি ১৯৯০ সাল থেকে ব্যবহার করা হচ্ছে। সম্প্রতি এই রাস্তা দিয়ে ওঠার সময় বরফ ধসের শিকার হচ্ছেন পর্বত অরোহীরা। এ কারণে নতুন বিকল্প রাস্তা তৈরি সিদ্ধান্ত নেয় নেপাল। এখন থেকে বেস ক্যাম্প থেকে পর্বতে ওঠার জন্য এভারেস্টের মধ্য রাস্তা ব্যবহার করা হবে। এভারেস্টের বাম দিকের খুম্ব আইসফল ঘেঁষা রাস্তা পরিত্যাগ করা হবে। ২০১৫ সালের বসন্ত শুরু হবার আগেই নতুন রাস্তার নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করা হবে বলে জানিয়েছে নেপাল সরকার।

সাগরমাথা পলিউশন কন্ট্রোল কমিটির চেয়ারম্যান আং দর্জি শেরপা জানান, আমরা মনে করছি বাম দিকের খুম্ব আইসফল ঘেঁষা রাস্তায় বরফধসের ঝুঁকি বাড়ছে এবং আমরা রাস্তাটি মধ্যখানে সরিয়ে এনেছি, যেখানে এ ধরণের বিপদ নেই।



মন্তব্য চালু নেই