এবার সৌদিতে ৭০ হাজার নকল কোরআন জব্দ

এবার মুসলমানদের ধর্মীয় গ্রন্থ পবিত্র আল-কোরআনকেও বিকৃত করা হয়েছে। আর সেই বিকৃত কপি বিতরণের চেষ্টা করা হয় সৌদি আরবে যাওয়া হাজিদের মাঝে। তবে পবিত্র কোরআনের ৭০ হাজার নকল কপি বিতরণের চেষ্টা নস্যাৎ করে দিয়েছে সৌদি পুলিশ।

আল অ্যারবিয়া নিউজ জানায়, একটি ট্রাকযোগে কোরআনের ওই নকল কপিগুলো হাজিদের মধ্যে বিলি করার জন্য নেয়া হচ্ছিল। আর তখনই নিরাপত্তাকর্মীরা ট্রাকটি থামিয়ে সেগুলো জব্দ করে।

মক্কা শহরের আল জামুম এলাকায় ওই ট্রাকটিকে থামানো হয়। পরে তল্লাশি চালিয়ে জব্দ করা হয় পবিত্র কোরআনের ৭০ হাজার নকল কপি।

আল জামুম হচ্ছে মক্কায় প্রবেশের গেটওয়ে। এখানেই হজের বড় আনুষ্ঠানিকতা হয়ে থাকে। তবে জব্দ করা কোরআন সম্পর্কে বিস্তারিত আর কিছুই জানানো হয়নি আল অ্যারবিয়ার সংবাদে।



মন্তব্য চালু নেই