এবার তৈরি হলো পৃথিবীর নিজস্ব পতাকা

পৃথিবীর সব দেশেরই রয়েছে নিজ নিজ পতাকা। কিন্তু পুরো পৃথিবীর মানুষকে যদি একটি পতাকার নিচে একত্রিত করা যায় তবে কেমন হয়?

সারা পৃথিবীতে এমনকি পৃথিবীর বাইরে যখন মানুষ যাবে, তখন তাদের সবাইকে একটি পতাকা দিয়ে চিহ্নিত করার উদ্দেশ্যে সুইডেনের বেকম্যানস কলেজ অফ ডিজাইনস এর ছাত্র অস্কার পেরেনফেল্ট তার প্রজেক্টে তৈরি করেন এই পতাকা।

সহজ-সরল এই পতাকার নকশায় দেখা যায় গাড় নীল জমিনের ওপর একে অপরের সাথে সংযুক্ত সাতটি চক্র, যার কেন্দ্রে তৈরি হয়েছে একটি ফুল। দেখতে সাধারণ মনে হলেও এই নকশায় চিত্রিত হয়েছে পৃথিবীর প্রাকৃতিক সৌন্দর্য। পেরেনফেল্ট বলেন, এই নীল জমিন হলো জীবনের জন্য অপরিহার্য পানির প্রতীক। আর ফুলের বাইরের পাপড়িগুলো একটি চক্র তৈরি করে যা গোলাকার পৃথিবীর প্রতীক এবং নীল পৃষ্ঠটি এই মহাবিশ্বের প্রতীক হিসেবে ধরা যেতে পারে।

এমন একটি পতাকা ব্যবহার করা সম্ভব না বলে যদি মনে হয়, তবে অন্যরকম ব্যবস্থাও করা যেতে পারে বলে মনে করেন পেরেনফেল্ট। পৃথিবীর বাইরে গেলে মহাকাশচারীদের পোশাকের অংশ হয়ে উঠতে পারে এই পতাকা। তবে এখনো পর্যন্ত আনুষ্ঠানিকভাবে পৃথিবীর পতাকা হিসেবে একে ঘোষণা দেওয়া হয়নি।

মূল: Morenike Adebayo, IFLScience
ছবি: IFLScience



মন্তব্য চালু নেই