এপিজে কালামের কয়েকটি বিখ্যাত উক্তি

ভারতের সাবেক রাষ্ট্রপতি ও প্রখ্যাত বিজ্ঞানী এপিজে আবদুল কালাম সোমবার ভারতের শিলংয়ে একটি হাসপাতালে মারা গেছেন। শিলংয়ের ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ম্যানেজমেন্টে একটি অনুষ্ঠানে বক্তৃতা দেয়ার সময় কালাম অসুস্থ হয়ে যান। সঙ্গে সঙ্গে তাকে স্থানীয় বেথানি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তিনি মারা যান। তার বয়স হয়েছিল ৮৪ বছর।

নিচে কালামের কয়েকটি উক্তি দেয়া হলো যা মানুষ কখনো ভুলবে না….

‘‘স্বপ্ন সত্যি করার আগে স্বপ্ন দেখতে হবে।

‘‘ওটা স্বপ্ন নয় যেটা তুমি ঘুমিয়ে দেখ, স্বপ্ন তা-ই যা তোমাকে ঘুমোতে দেয় না।

‘‘একটি দেশকে যদি দুর্নীতিমুক্ত করতে হয় ও দেশের সব মানুষকে যদি সুন্দর মনের করে গড়ে তুলতে হয় তাহলে আমি মনে করি সমাজের তিন ধরনের মানুষ সে কাজটি করতে পারেন। তারা হলেন- একজন বাবা, একজন মা এবং একজন শিক্ষক।

‘‘সফলতার গল্পে কেবল একটি বার্তা থাকে। কিন্তু ব্যর্থতার গল্পে সফল হওয়ার উপায় থাকে।

‘‘বৃষ্টির সময় প্রত্যেকটি পাখিই কোথাও না কোথাও আশ্রয় পায়। কিন্তু ঈগল মেঘের উপর দিয়ে উড়ে বৃষ্টিকে এড়িয়ে যায়।

‘‘কেউ তার ভবিষ্যৎ বদলাতে পারে না, তবে অভ্যাস বদলাতে পারে। আর অবশ্যই অভ্যাস ভবিষ্যৎ বদলে দিতে পারে।

‘‘আমি সুদর্শন নই। কিন্তু আমি আমার হাত তার জন্য বাড়িয়ে দিতে পারি যার সাহায্য প্রয়োজন। সৌন্দর্য হৃদয়ে, মুখে নয়।

‘‘কাউকে হারিয়ে দেয়াটা খুব সহজ, কিন্তু কঠিন হলো কারো মন জয়।

(সংগৃহিত)



মন্তব্য চালু নেই