ভারতে নির্বাচনের ফল

এনডিএ (বিজেপি) ৩৩২ : ইউপিএ (কংগ্রেস) ৫৯ : অন্যান্য ১৫২

ভারতের ১৬তম সাধারণ নির্বাচনের ফল ঘোষণা প্রায় শেষ পর্যায়ে। ফলাফল ঘোষণার মধ্য দিয়ে একটি নতুন সরকারের হাতে যাচ্ছে ভারতের রাষ্ট্রযন্ত্র। ভারতীয় জনতা পার্টির এরই মধ্যে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। ফলে বিজেপি নেতা মোদিই হচ্ছেন ভারতের পরবর্তী প্রধানমন্ত্রী।

ফলাফলে দেখা যাচ্ছে, বিজেপি বিপুল ব্যবধানে এগিয়ে রয়েছে। কংগ্রেসের দুর্গেও বিজেপি প্রার্থীরা জয় ছিনিয়ে নিয়েছেন। এরই মধ্যে বিজেপিকে অভিনন্দন জানিয়েছে কংগ্রেস।

বিজেপি নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স (এনডিএ) সরকার গঠন করতে চলেছে। এবার কংগ্রেস নেতৃত্বাধীন ইউনাইটেড প্রগ্রেসিভ অ্যালায়েন্সের (ইউপিএ) শোচনীয়ভাবে হেরেছে। তাদের পক্ষে সরকার গঠনের কোনো সম্ভাবনাই আর নেই।

এনডিটিভির অনলাইনে প্রকাশিত সর্বশেষ তথ্যানুযায়ী কোন জোট কত আসন পেতে যাচ্ছে তা উল্লেখ করা হলো।

এনডিএ       ইউপিএ       অন্যান্য
৩৩২            ৫৯          ১৫২

উল্লেখ্য, এই ফল কিছুটা পরিবর্তন হতে পারে। কেননা প্রতিটি আসনের অধিকাংশ কেন্দ্রের ফলাফলের ভিত্তিতে বেসরকারিভাবে এনডিটিভি অনলাইনে এ ফল প্রকাশ করা হয়েছে।



মন্তব্য চালু নেই