এখন পর্যন্ত নির্বাচন শান্তিপূর্ণ : গিবসন
ব্রিটিশ হাই কমিশনার রবার্ট গিবসন বলেছেন, ‘এখন পর্যন্ত নির্বাচন শান্তিপূর্ণ হচ্ছে। কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। কাউকে এখন পর্যন্ত হয়রানি করা হয়নি।’
মঙ্গলবার সকালে রাজধানীর বনানী বিদ্যা নিকেতন স্কুল এ্যান্ড কলেজ ভোটকেন্দ্র পরিদর্শন শেষে তিনি এ সব কথা বলেন।
রবার্ট গিবসন বলেন, ‘প্রিসাইডিং অফিসার আমাকে আশস্ত করেছেন এখন পর্যন্ত নির্বাচন শান্তিপূর্ণ আছে।’
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘কোনো প্রার্থী বা দলের যদি অভিযোগ থাকে তবে সেটা নির্বাচন কমিশনকে জানাতে পারেন। নির্বাচন কমিশন অভিযোগ তদন্ত করে দেখবে।’
মন্তব্য চালু নেই