এখনো বের হচ্ছে ধোঁয়ার কুণ্ডলী
বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের ওপরের দিক থেকে কালো ধোঁয়ার প্রচণ্ড কুণ্ডলী বের হচ্ছে। এতে করে কমপ্লেক্সে এলাকা অন্ধকার হয়ে গেছে। ধোঁয়ায় পুরো এলাকা আচ্ছন্ন।
ফায়ার সার্ভিসের সদস্যরা ক্রেনের সাহায্যে ওপরে উঠে কমপ্লেক্সের বাইরের দিক থেকে ভেতরে পানি দিচ্ছেন।
রোববার সোয়া ১১টার দিকে আগুনের সূত্রপাত হয়। একপর্যায়ে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স এলাকার আকাশে হেলিকপ্টার চক্কর দিতে দেখা যায়। বিকেল ৪টা পর্যন্ত ফায়ার সার্ভিসের ২৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে চেষ্টা চালিয়ে যাচ্ছে।
বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের ৩য় তলা ৩-ডি-৩৯ নং দোকান “ক্যালভিন ৩ ” এর মালিক মাসুদ রানা জানান, ৬ষ্ঠ তলায় আগুনের ঘটনার সূত্রপাতের সময় আমরা আমাদের দোকানেই ছিলাম। কর্মচারীরা ঝাড়ু দেওয়া- ফ্লোর মোছার কাজ করছিলো। হঠাৎ খবর পেয়ে আমরা ছুটে যাই। পরে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু হলে আমরা বের হয়ে আসি।
দোকান রেখে বেরিয়ে এসেছি। দোকান পুড়ে গেলে সব শেষ হয়ে যাবে জানিয়ে তিনি বলেন, এত বড় আকার ধারণ করবে, প্রথম বুঝতে পারিনি। দোয়া কালমা পড়ছি, আল্লাহ ভালো জানেন কি হবে।
বিকেল ৪টা পর্যন্ত নিয়ন্ত্রণে আসেনি রাজধানীর বসুন্ধরা সিটি শপিং মলের আগুন। বেলা ১১টা ২৩ মিনিটের দিকে ভবনটির ৬ষ্ঠ তলায় আগুনের সূত্রপাত হয়।
এদিকে শুরুতে আগুন নিয়ন্ত্রণের একপর্যায়ে পানি সংকট দেখা দিলেও বর্তমানে পর্যাপ্ত পানি মজুদ করা হয়েছে।
মন্তব্য চালু নেই