এক দিনে ৭ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ
উত্তর কোরিয়া একই দিনে ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য সাতটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে । দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ খবর জানিয়েছে বিবিসি।
সিউল-ওয়াশিংটনের বার্ষিক যৌথ সামরিক মহড়ার শেষ দিনে বৃহস্পতিবার ওই ক্ষেপণাস্ত্রগুলো উৎক্ষেপণ করা হয় বলে অভিযোগ করেছে সিউল।
শুক্রবার দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেন, বৃহস্পতিবার দেশটির পূর্বাঞ্চলীয় উপকূলে সাত সাতটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে পিয়ংইয়ং। দেশটির নেতা প্রেসিডেন্ট কিম জং উনের উপস্থিতিতে এগুলো উৎক্ষেপণ করা হয়।
পিয়ংইয়ং’য়ের নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্রগুলো এসএ-২ বা এসএ-৩এস গোত্রের বলে ধারণা করা হচ্ছে। এগুলো বেশ কয়েক কিলোমিটার দূরত্বে যেতে সক্ষম। তবে এসএ-৫ ক্ষেপণাস্ত্রটির মাত্রা হচ্ছে ১২০ মাইল।
এ অঞ্চলে উত্তেজনা ছড়ানোর জন্যই উত্তর কোরিয়া এসব ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলেও অভিযোগে করেছে সিউল।
মন্তব্য চালু নেই