অ্যাসাঞ্জ প্রসঙ্গে সুইডেনের ইউটার্ন

উইকিলিকস প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসেঞ্জের ব্যাপারে অবস্থান পাল্টালো সুইডেন। এতো দিন তারা এই সাড়া জাগানো হ্যাকারকে প্রত্যর্পণের দাবি জানিয়ে আসছিল। কিন্তু এখন সেদেশের আইনজীবীরা লন্ডনে এসে অ্যাসেঞ্জকে জিজ্ঞাসাবাদ করার ইচ্ছা প্রকাশ করেছেন।
মার্কিন গোয়েন্দা নথি ও তারবার্তা ফাঁস করে দেয়ার পর সুইডেনে যৌন হয়রানি অভিযোগ অ্যাসেঞ্জের বিরুদ্ধে মামলা হয়। সেই ২০১০ সাল থেকেই দেশটি তাকে প্রত্যর্পণের দাবি জানিয়ে আসছে। কিন্তু তখন থেকেই লন্ডনের অবস্থান করছেন। ব্রিটিশ সরকার তাকে রাজনৈতিক আশ্রয় দিতে রাজি না হলে তিনি সেখানেই ইকুয়েডর দূতাবাসে আশ্রয় নেন। ২০১২ সাল থেকে এখন পর্যন্ত সেখানেই রয়েছেন।
অ্যাসেঞ্জের আশঙ্কা, তাকে সুইডেনের প্রত্যর্পণ করলে তারা তাকে যুক্তরাষ্ট্রের হাতে তুলে দেবে। আর যুক্তরাষ্ট্র বাগে পেলেই তাকে হত্যা করবে।
এদিকে সুইডিশ আইনজীবীদের এ প্রস্তাবকে স্বাগত জানিয়েছে অ্যাসাঞ্জের আইনজীবী পার স্যামুয়েলসন। তিনি বলেন, ‘আমরা তো চার বছরের বেশি সময় ধরে এ দাবি জানিয়ে আসছি।’
এই অবস্থান পাল্টানোর ব্যাখ্যা দিয়ে সুইডিশ আইনজীবীরা বলেছেন, আগামী আগস্টেই ওই মামলার সময়সীমা শেষ হয়ে যাবে।



মন্তব্য চালু নেই