একদিনেই ৪ স্ত্রীকে ডিভোর্স! অতপর…
একদিনেই এক ব্যক্তি তার ৪ স্ত্রীকে ডিভোর্স দিয়েছেন। ঘটনাটি ঘটিয়েছেন সৌদি আরবের এক নাগরিক। খবর জিডিএন অনলাইনের।
খবরে বলা হয়, সৌদি ওই নাগরিকের নাম নেটিজেন। ওই নাগরিক ৪ স্ত্রীকে ডিভোর্স দিয়ে আবারো নতুন করে ৪ জনকে বিয়ে করার পরিকল্পনা করছিলেন। তবে ৪ স্ত্রীকে ডিভোর্স দিলেও নতুন করে বিয়ের করার খায়েস পূরণ হয়নি তার।
মজার ব্যাপার হলো, ডিভোর্স দেয়া ৪ স্ত্রীকেই ফের ১ লাখ ৬০ হাজার রুপি যৌতুক দিয়ে পুনর্বিবাহ করেছেন ওই ব্যক্তি! এদিকে, প্রথমে স্ত্রীদেরকে ডিভোর্স ও পরে পুনরায় বিয়ে করার অপরাধে অনেকে তার শাস্তি দাবি করেছেন।
মন্তব্য চালু নেই