কিশোরগঞ্জে প্রাথমিক শিক্ষা গুনগত মান উন্নয়নে দিনব্যাপি শিক্ষক প্রশিক্ষণ

খাদেমুল মোরসালিন শাকীর, কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি॥ নর্থ ভিউ এডুকেশন ডেভলেপমেন্ট ফাউন্ডেশন কিশোরগঞ্জ উপজেলা শাখা আয়োজিত এক শিক্ষক প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়।

“প্রাথমিক শিক্ষা মানুষ গড়ার কারিগর” এ বিষয়কে সামনে রেখে কিশোরগঞ্জ সোনামণি কেজি স্কুল চত্বরে ১৯টি কিন্ডার গার্টেন স্কুলের ৮০জন শিক্ষক শিক্ষিকা অংশ গ্রহন করে দিন ব্যাপি কর্মশালা থেকে বর্ণ ও চিত্রাংকন বিষয়ে বিষদ ভাবে প্রশিক্ষন গ্রহন করেন।

উক্ত প্রশিক্ষন কর্মশালায় সভাপতিত্ব করেন কেল্ল্যাবাড়ী শিশু নিকেতন কিন্ডার গার্টেন স্কুলের প্রধান শিক্ষক সুভাষ চন্দ্র রায়।

প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নর্থ ভিউ এডুকেশন ডেভলেপমেন্ট ফাউন্ডেশন’র যুগ্ম মহাসচিব ও কিশোরগঞ্জ সোনামণি কেজি স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক আলী আকবর।

প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন,গাইবান্ধা জেলার অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান শিবরাম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুদ হায়দার হিল্লোল,বিশিষ্ট প্রশিক্ষক অধ্যাপক মাহ্মুদুল হাসান ও মোস্তাফিজুর রহমান মিলু প্রমুখ।

দিন ব্যাপি এ কর্মশালা সকাল ১০টা থেকে শুরু করে বিকাল ৫টার সময় প্রশিক্ষন কর্মশালা শেষ করা হয়।



মন্তব্য চালু নেই