উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষা ব্যর্থ

উত্তর কোরিয়ার একটি ক্ষেপণাস্ত্র পরীক্ষা ব্যর্থ হয়েছে। শুক্রবার সকালে পূর্ব উপকূলে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালায় উত্তর কোরিয়া। কিন্তু তা ব্যর্থ হয় বলে জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ কোরিয়া। খবর বিবিসির।

মাঝারি মাত্রার ওই ক্ষেপণাস্ত্রটি এখনো শনাক্ত করা যায় নি। তবে ধারণা করা হচ্ছে, আগে থেকে  সব কিছু ঠিকঠাকভাবে সনাক্ত না করেই আকস্মিক পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া।

উত্তর কোরিয়ার প্রতিষ্ঠাতা নেতা দ্বিকীয় কিম সাংয়ের জন্মদিন উপলক্ষেই ওই ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে পিয়ংইয়ং।

তবে এ ক্ষেপণাস্ত্র পরীক্ষা কোরীয় উপদ্বীপে নতুন করে উত্তেজনা ও আতঙ্ক সৃষ্টি করছে।



মন্তব্য চালু নেই