উড্ডয়নের আগে বিমানের দরজা খুলে দিলেন যাত্রী
উড্ডয়নের কিছুক্ষণ আগেই বিমানের দরজা খুলে দিলেন এক যাত্রী। ভারতের মুম্বাই বিমানবন্দরে শুক্রবার সকালে ইন্ডিগো ফ্লাইটের এক যাত্রী এমন অঘটন ঘটালেন।
মুম্বাই-চণ্ডীগড় বিমানের জরুরি বহির্গমনের দরজাটি খুলে দেন ওই যাত্রী। দরজার আঘাতে আহত হয়েছেন এক যাত্রী।
কর্তৃপক্ষ জানিয়েছে, এক যাত্রী বার বার জরুরি বহির্গমন দরজা খোলার চেষ্টা করছিলেন। বিমান উড্ডয়নের ঠিক আগেই দরজা খুলে ফেলেন তিনি। দরজা ধাক্কা দেয়ায় পাশের সিটে বসে থাকা এক যাত্রী ব্যথা পান।
তৎক্ষণাৎ তাকে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পরে তিনি সুস্থ হয়ে ওঠেছেন। অবাধ্য ওই যাত্রীকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।
দু’ঘণ্টা পরে চণ্ডীগড়ের উদ্দেশে রওনা করে বিমানটি। ইন্ডিগো কর্তৃপক্ষ এই ঘটনার নিন্দা জানিয়েছে। পুলিশের কাছে ওই যাত্রীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। কী কারণে যাত্রীটি দরজা খুলে ফেললেন তা জানার চেষ্টা করছে পুলিশ।
মন্তব্য চালু নেই