উগান্ডা পার্লামেন্টে শুয়োরছানা ঢুকিয়ে দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ!
দিলীপ মজুমদার (কলকাতা): দুর্নীতির বিরুদ্ধে অভিনব প্রতিবাদ।উগান্ডায়। পার্লামেন্ট শুয়োরের খোঁয়াড়, এদেশের অতিবামপন্থীদের এই তত্ত্বের বাস্তব প্রতিফলন দেখা গেল আফ্রিকার দেশটিতে। সেদেশের পার্লামেন্টে শুয়োর ঢুকিয়ে দিয়েছে কে বা কারা।দেশে লাগামছাড়া দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানাতে এমপিদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে তাদের এহেন অদ্ভূত প্রতিবাদ।এ ব্যাপারে দুই যুবককে গ্রেফতার করা হয়েছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, ২ যুবককে জেরা করে জানার চেষ্টা হচ্ছে, এর পিছনে অন্য কোনও উদ্দেশ্য ছিল কিনা। পুলিশ দপ্তরের মুখপাত্র ফ্রেড এনানগা বলেছেন, কী করে নিরাপত্তা বেষ্টনী গলে ওরা শুয়োরছানা নিয়ে ভিতরে ঢুকল, তা তদন্ত করে দেখা হচ্ছে। ছেলে দুটো, শুয়োরছানাগুলি আমাদের হেপাজতেই রয়েছে।সরকারি কর্তারা জানিয়েছেন, শুয়োরছানাগুলির গায়ে প্রেসিডেন্ট ইয়োরি মুসেভেনির শাসক দলের পতাকার রং মাখানো ছিল তার ওপর ছিল এমপি-দের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ সংক্রান্ত নানা ব্যঙ্গ-বিদ্রুপ, কটাক্ষমাখা স্লোগান একটি স্লোগানের বয়ান এরকম, হ্যাঁ, এমপিগস, করাপশন কনস্টিটিউয়েন্সি।
রুথ নামুকাসা নামে জনৈক প্রত্যক্ষদর্শীর কথায়, দুই বিক্ষোভকারী যুবককে দেখে মনে হচ্ছিল কর্মহীন, বেকার।নিজেদের ‘জবলেস ব্রাদারহুড গ্রুপে’র সদস্য বলে পরিচয় দেয় ওরা
লাগামছাড়া দুর্নীতির অভিযোগে ঋণদাতা বিদেশি অনুদানকারী সংস্থাগুলির লাগাতার সমালোচনার মুখে পড়ে উগান্ডা যদিও সেদেশে দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ-বিক্ষোভ সচরাচর দেখা যায় না
চলতি বছরেই উগান্ডার এমপিরা শিরোনামে চলে এসেছিলেন ভাতা বাড়ানোর দাবি ঘিরে এমনিতেই অধিকাংশ সরকারি কর্মচারীর বেতনের চেয়ে ৬০ গুণ বেশি ভাতা পেয়ে থাকেন তাঁরা তারপরও ভাতা এক ধাক্কায় অনেকটা বাড়ানোর দাবি তোলেন তাঁরা এটা জানাজানি হওয়ার পর শোরগোল ছড়িয়ে পড়ে এর পাশাপাশি দেশের প্রধান হিসাব পরীক্ষক অভিযোগ করেন, লক্ষ লক্ষ ডলার খরচের উপযুক্ত কারণ দেখাতে পারেননি সরকারি কর্তারা
মন্তব্য চালু নেই