ইরাকে আর নয় সেনা, জঙ্গি দমনে ৩০০ উপদেষ্টা পাঠাবে আমেরিকা, জানালেন ওবামা

দিলীপ মজুমদার, কলকাতা: মার্কিন সেনা আর যুদ্ধ করতে ইরাকে ফিরবে না৷ তবে, সন্ত্রাসবাদ মোকাবিলায় ইরাক সরকারকে সাহায্য করতে ৩০০ জন সামরিক উপদেষ্টাকে বাগদাদে পাঠানোর প্রস্তুতি নিচ্ছে ওয়াশিংটন৷ এমনটাই জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা৷ তিনি জানিয়েছেন, মার্কিন সামরিক উপদেষ্টারা সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে লড়াই করতে ইরাকের সেনাবাহিনীর কীরকম প্রশিক্ষণ দরকার, তা খতিয়ে দেখে প্রয়োজনীয় পরামর্শ দেবে৷ ইসলামিক স্টেট ইন ইরাক অ্যান্ড লেভান্টের জঙ্গিরা মসুলসহ ইরাকের গুরুত্বপূর্ণ কয়েকটি শহর দখল করে নিয়েছে৷ এখন তারা রাজধানী বাগদাদের দিকে এগিয়ে যাচ্ছে৷ এই পরিস্থিতিতে সে দেশের প্রধানমন্ত্রী নুরি আল মালিকি মার্কিন সাহায্য চেয়েছেন৷ সূত্রের খবর, মার্কিন বিদেশসচিব জন কেরি শীঘ্রই ইরাক সফরে যেতে পারেন৷



মন্তব্য চালু নেই