উইকিপিডিয়া থেকে সাবধান!
চিকিৎসা সংক্রান্ত তথ্য উইকিপিডিয়া থেকে নেয়ার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করার পরামর্শ দিয়েছেন গবেষকরা। সম্প্রতি প্রকাশিত একটি গবেষণায় দাবি করা হয়েছে, মুক্ত জ্ঞানকোষ উইকিপিডিয়ার স্বাস্থ্য বিষয়ক নিবন্ধের ১০টির মধ্যে ৯টিই ভুলে ভরা।
১০ জন মার্কিন গবেষক অ্যাজমা (হাঁপানি), পিঠের ব্যথা, আর্থারাইটিসের (বাত) মতো ১০টি রোগের ওপর লেখা উইকিপিডিয়ার নিবন্ধগুলো বিশ্লেষণ করেন। তারা দেখতে পান, নিবন্ধে দেয়া তথ্যের ৯০ শতাংশই বর্তমান চিকিৎসা বিজ্ঞানের সঙ্গে সাংঘর্ষিক।
বহুল ব্যবহৃত এই মুক্ত বিশ্বকোষটিতে বিভিন্ন বিষয়ে ২৮৫টি ভাষায় ৩ কোটির মতো নিবন্ধ রয়েছে। চিকিৎসক ও চিকিৎসা বিজ্ঞানের শিক্ষার্থীদের প্রায় ৭০ শতাংশই এই নিবন্ধগুলো ব্যবহার করে থাকেন।
গবেষণা দলটির প্রধান রবার্ট হাস্টি বলেন, ‘প্রাথমিক তথ্য লাভের জন্য রোগীদের উইকিপিডিয়া ব্যবহার না করাই ভালো। কারণ এর নিবন্ধগুলো চিকিৎসা সংশ্লিষ্ট কেউ পর্যালোচনা করে না।’
এ সম্পর্কে বিশ্বকোষটির পরিচালক সংগঠন উইকিমিডিয়ার যুক্তরাজ্য প্রধান স্টিভ বেন্টন বলেন, ‘এটা খুবই উদ্বেগের বিষয় যে মানুষ চিকিৎসার ক্ষেত্রে উইকিপিডিয়াকে প্রাথমিক তথ্য সূত্র হিসেবে ব্যবহার করছে। উইকিপিডিয়ার বা অন্য কোনো এনসাইক্লোপিডিয়া চিকিৎসকের বিকল্প হতে পারে না।’
ভুল সংশোধন প্রসঙ্গে বেন্টন বলেন, ‘চিকিৎসা বিষয়ক নিবন্ধের ভুল সংশোধনের জন্য বেশ কিছু পদক্ষেপ নেয়া হয়েছে।’
তবে উইকি ফাউন্ডেশনের প্রেসিডেন্ট জেমস হিলম্যান স্টাডির ফলাফলের সঙ্গে দ্বিমত পোষণ করেন। তিনি বলেন, ‘অল্প পরিমাণ নমুনার ওপর নির্ভর করে বিশাল সংখ্যক নিবন্ধ সম্পর্ক মন্তব্য করা অনুচিৎ।’
মন্তব্য চালু নেই