ইয়েমেনে সৌদি বিমান হামলায় নিহত ৪০

ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন আরব জোটের বিমান হামলায় কমপক্ষে ৩৬ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। রোববার দেশটির উত্তরের হাজ প্রদেশে এ হামলার ঘটনা ঘটে।
এদিকে রাজধানী সানায় পৃথক হামলায় আরও চার বেসামরিক নাগরিক নিহত হয়েছে বলে বাসিন্দারা জানিয়েছে।

ইয়েমেনে উচ্ছেদকৃত প্রেসিডেন্ট আব্দে রাব্বু মানসুর হাদীকে ক্ষমতায় বসাতে গত মার্চ থেকে হুতি বিদ্রোহীদের ওপর বিমান হামলা চালিয়ে যাচ্ছে সৌদি নেতৃত্বাধীন আরবজোট। মাঝে জাতিসংঘের উদ্যোগ কয়েকবার যুদ্ধবিরতি হলেও ফের বিমান হামলা চালিয়েছে সৌদি জোট।

ইসা আহমেদ নামে হাজ প্রদেশের এক বাসিন্দা জানান, মৃতদেহ উদ্ধার প্রক্রিয়া শেষ হয়েছে। সকালে একটি কারখানায় হামলা চালানোর পর ৩৬ শ্রমিকের অধিকাংশের দেহ পুড়ে গেছে অথবা ছিন্নভিন্ন হয়ে গেছে।

এ ব্যাপারে সৌদি সেনাবাহিনীর মুখপাত্র তাৎক্ষনিক কোন বিবৃতি অথবা প্রতিক্রিয়া জানায়নি।

মানবাধিকার সংস্থা অ্যামিনেস্টি ইন্টারন্যাশনাল চলতি মাসে এক প্রতিবেদনে বলেছিল, এই হামলা ‘বেসামরিক নাগরিকদের রক্তাক্ত বিচার’ রেখে যাচ্ছে যা যুদ্ধাপরাধের সমপর্যায়ের।

প্রসঙ্গত, গত পাঁচ মাস ধরে চলা বিমান হামলায় ইয়েমেনে চার হাজার তিনশ’র বেশি মানুষ মারা গেছে। এছাড়া দেশটিতে বিভিন্ন অসুখ ছড়িয়ে পড়েছে এবং প্রতিনিয়ত বাড়ছে দুর্ভোগ।



মন্তব্য চালু নেই