ইয়েমেনে বিমান হামলা বন্ধের ঘোষণা

ইয়েমেনে শিয়াপন্থি হুতি বিদ্রোহদের অবস্থান লক্ষ্য করে চালান বিমান হামলার সমাপ্তি ঘোষনা করেছে সৌদি নেতৃত্বাধীন আরব জোট। জোটের কর্মকর্তারা জানিয়েছেন, ‘সামরিক লক্ষ্য অর্জিত’ হওয়ায় তারা এ অভিযান বন্ধ করেছে। তবে রাজনৈতকি বিশ্লেষকরা বলছেন, বিমান হামলাচালিয়েও তারা হুতি বিদ্রোহীদের কাবু করতে পারেনি এবং বিদ্রোহীদের অগ্রযাত্রা অব্যাহত ছিল।

মঙ্গলবার আরব জোটের মুখপাত্র আহমেদ আল আসিরি জানিয়েছেন, ইয়েমেনে জোটের সামরিক উদ্দেশ্য সফল হওয়ার পর তারা এখন নতুন অভিযান শুরু করতে যাচ্ছে। সন্ত্রাসবাদ মোকাবেলা এবং বেসামরিক লোকজনের নিরাপত্তা দেয়ার উদ্দেশে পরিচালিত ওই অভিযানের নাম দেয়া হয়েছে ‘রিস্টোরেশন অব হোপ’(আশার পুননির্মাণ)। ইয়েমেন সঙ্কটের রাজনৈতিক সমাধান খুঁজে বের করার লক্ষ্যে মঙ্গলবার রাত থেকেই শুরু হয়েছে ওই অভিযান।

এদিকে সৌদি জোটের ইয়েমেনে বিমান হামলা বন্ধের ঘোষণাকে স্বাগত জানিয়েছে ইরান।



মন্তব্য চালু নেই