ইয়েমেনে ইরানি দূতাবাসে সৌদি বিমান হামলা

ইয়েমেনের রাজধানী সানায় ইরানি দূতাবাসে বিমান হামলা চালিয়েছে সৌদি আরব। হামলায় দূতাবাসের কয়েকজন কর্মী আহত হয়েছেন।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হোসেইন জাবেরি আনসারি এ ঘটনায় সৌদি আরবকে করে বলেন, পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে এবং এর মাধ্যমে কূটনৈতিক স্থাপনা রক্ষার বিষয়ে আন্তর্জাতিক রীতি-নীতি ও আইনের লঙ্ঘন করা হয়েছে। দূতাবাস ভবনে যে ক্ষয়ক্ষতি হয়েছে এবং যারা আহত হয়েছেন তাদের জন্য ক্ষতিপূরণ দিতে সৌদি সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

এদিকে প্রেসিডেন্ট হাসান রুহানির সভাপতিত্বে বৃহস্পতিবার সকালে অনুষ্ঠিত জরুরি বৈঠকে ওমরা হজের ওপর নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত নেয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ইরানি জনগণের ওমরা হজ বন্ধ থাকবে।

এ ছাড়া, সৌদি আরবে উৎপাদিত পণ্য অথবা সৌদি আরব থেকে আমদানি করা হয় এমন সব পণ্য ইরানে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। এমনকি ইরানের সমুদ্রবন্দর, মুক্ত বাণিজ্য এলাকা কিংবা বিশেষ অর্থনৈতিক এলাকাতেও এসব পণ্য আসতে পারবে না।

সৌদি আরবে শিয়া নেতা নিমর আল-নিমরের শিরশ্ছেদের ঘটনায় এই দুই দেশের সম্পর্ক এখন উত্তপ্ত। ইতিমধ্যে ইরানে সৌদি দূতাবাসে হামলা চালিয়েছে বিক্ষুব্ধ ইরানিরা। সৌদি আরবসহ বেশ কটি দেশে ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে।



মন্তব্য চালু নেই