ইসিকে সেনাবিহনীর ভূমিকা স্পষ্ট করতে হবে
আসন্ন সিটি করপোশেন নির্বাচনে সেনাবাহিনীর ভূমিকা কী হবে তা স্পষ্ট করতে নির্বাচন কমিশনের কাছে দাবি জানিয়েছেন ঢাকা দক্ষিণের মেয়র প্রার্থী বিএনপি নেতা মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস।
বৃহস্পতিবার রাজধানীর ইস্কাটন এলাকায় নির্বাচনী প্রচারণার সময় তিনি এ দাবি জানান।
নির্বাচন নিরপেক্ষ ও অবাধ-সুষ্ঠু হলে মির্জা আব্বাসের জয় ঠেকানোর কোনো সুযোগ নেই মন্তব্য করে তিনি বলেন, ‘সরকার প্রধান ও প্রশাসন মনে করছে মামলা হামলার কারণে আমরা যেন নির্বাচন বয়কট করি। কিন্তু তার কোনো সুযোগ নেই ইনশাআল্লাহ। আমরা পেছনে ফিরবো না।’
নির্বাচনী প্রচারণায় ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা বাধা দিচ্ছে অভিযোগ করে আফরোজা আব্বাস বলেন, ‘সরকার দল সমর্থিত নেতাকর্মীরা পদে পদে আমাদের বাধা দিচ্ছে । ঠিক মতো লিফলেট বিতরণ করতে দিচ্ছে না। সকালে পোস্টার লাগিয়ে বিকেলে গিয়ে দেখতে পাই পোস্টার নেই।’
এসময় সবার জন্য সমান নির্বাচনী পরিবেশ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
মন্তব্য চালু নেই