ইসরায়েলে যাত্রীবাহী বাসে ‘ফিলিস্তিনি তরুণের’ হামলা

ইসরায়েলের রাজধানী তেল আবিবে এক যাত্রীবাহী হামলা চালিয়েছে এক ব্যক্তি। পুলিশ তাকে জনৈক ফিলিস্তিনি বলে সন্দেহ করছে, ধারণা করছে ঐ ব্যক্তির আবাস ইসরায়েল অধীকৃত পশ্চিম তীর হতে পারে। সন্দেহভাজনকে লক্ষ্য করে গুলি ছুড়েছে পুলিশ। যাত্রীবাহী বাসে হামলার ঘটনায় অন্তত ৯ জন গুরুতর আহত হয়েছেন।

পুলিশের ভাষ্য অনুযায়ী তেল আবিবের মারিব সেতুর নিকটবর্তী এলাকায় এ ঘটনা ঘটে। আক্রমণকারী বাসের ভেতর ও বাহির উভয় স্থানেই অবস্থানকারী লোকদের ছুরিকাহত করে। তার বয়েস আনুমানিক তেইশ। আবাস পশ্চিম তীরের তুলকারেম বলে ধারণা করা হচ্ছে। যাত্রীদের ও অতঃপর পথচারীদের ছুরিকাহত করার পর পালিয়ে যাওয়ার সময় পুলিশ তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। কথিত ফিলিস্তিনি তরুণ পায়ে গুলিবিদ্ধ হন।

আহত নয় জনের মধ্যে তিন জনের অবস্থা আশঙ্কাজনক।



মন্তব্য চালু নেই