ইসরায়েলের নির্বাচনে বিজয় দাবি নেতানিয়াহুর
ইসরায়েলের সাধারণ নির্বাচনে বিজয় দাবি করেছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। নেতানিয়াহুর দল লিকুদ পার্টির দাবি তারা ইতোমধ্যে ২৯টি আসন লাভ করেছে। খবর বিবিসি ও আলজাজিরার।
ডানপন্থী লিকুদ পার্টির পক্ষ থেকে বলা হয়েছে, গত মঙ্গলবার অনুষ্ঠিত ভোটে এখন পর্যন্ত প্রাপ্ত ফলাফলে ২৯টি আসনে বিজয়ী হয়েছেন তারা। অপরদিকে বিরোধী জায়নিস্ট ইউনিয়ন লাভ করেছে ২৪টি আসন।
এদিকে ১২০ আসনের নেসেট-এ (ইসরায়েলী পার্লামেন্ট) এখনই কোনো দলের বিজয় নিশ্চিত হয়নি বলে উল্লেখ করেছে মধ্য-বামদের জোট জায়নিস্ট ইউনিয়ন।
নেসেটে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে এককভাবে সরকার পরিচালনার জন্য ৬১টি আসন প্রয়োজন। তবে এবার কোনো দলই এককভাবে সরকার গঠন করতে পারবে না বলে মনে হচ্ছে। এ ক্ষেত্রে নেতানিয়াহুর দল যদি জোট করে ক্ষমতায় আসতে সক্ষম হয় তাহলে টানা চারবার দেশটির প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি।
মন্তব্য চালু নেই