ইসরাইলকে সাংস্কৃতিকভাবে বয়কটের আহ্বান শতাধিক কর্মির

সাংস্কৃতিকভাবে ইসরাইলকে বয়কটের আহ্বান জানিয়েছে শতাধিক সাংস্কৃতিককর্মি। বৃহস্পতিবার ব্রিটিশ গণমাধ্যম গার্ডিয়ানে প্রকাশিত এক খোলা চিঠিতে তারা এ আহ্বান জানান।
খোলা চিঠিতে সাংস্কৃতিককর্মিরা বলেন, ইসরাইলের সঙ্গে কোন ধরণের সাংস্কৃতিক সম্পর্কে না জড়াতে তারা তাদের ছয়শ সহকর্মীর সঙ্গে যোগ দিচ্ছেন।
তারা বলেন, ‘আমরা ইসরাইলের কাছ থেকে কোন পেশাগত আমন্ত্রন অথবা সরকারের সঙ্গে সংশ্লিষ্ট কোন প্রতিষ্ঠানের কাছ থেকে আর্থিক সহায়তা গ্রহণ করবো না।’
সম্প্রতি গাজায় সংগঠিত যুদ্ধের কারণে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে তারা জানান।
২০১৪ সালে গাজা যুদ্ধে ইসরাইলি মানবাধিকার সংগঠন বাইতুসসালেমের ভূমিকাকে পেশাগত ইতিহাসে নৃশংস ও প্রাণঘাতি হিসেবে উল্লেখ করে চিঠিতে বলা হয়, ফিলিস্তিনে এখনও বিপর্যয় চলছে।
তারা বলেন, ইসরাইল ফিলিস্তিনে সাংস্কৃতিকভাবেও যুদ্ধ চালাচ্ছে। দেশটির সেনাবাহিনী ফিলিস্তিনের সাংস্কৃতিক কেন্দ্রগুলিতে হামলা চালাচ্ছে। এছাড়া তারা সাংস্কৃতিককর্মিদের স্বাধীনভাবে চলাফেরায়ও বাঁধা দিচ্ছে।
চিঠিতে স্বাক্ষরকারিদের মধ্যে রয়েছেন পরিচালক মাইক লিঘ, সঙ্গীত শিল্পীদের মধ্যে ব্রায়ান ইনো, রিচার্ড অ্যাশক্রফট ও রজার ওয়াটারস, কবি লিজ লোচেড, পরিচালক কেন লক প্রমুখ।



মন্তব্য চালু নেই