ইরাকে ভোটগ্রহণ চলাকালে হামলায় নিহত ৫৭

ভোটগ্রহণ চলাকালে আত্মঘাতী বোমা হামলাসহ পৃথক হামলায় ৫৭ জন নিহত হয়েছেন। ইরাক থেকে মার্কিন বাহিনী প্রত্যাহারের পর দেশটির প্রথম জাতীয় নির্বাচনে ভোটগ্রহণ চলাকালে সোমবার এ সব হামলার ঘটনা ঘটে।

রাজধানী বাগদাদসহ দেশের উত্তর ও পশ্চিমাঞ্চলে এ সব হামলার ঘটনা ঘটেছে। এ সব হামলার মধ্যে ৯টি আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটেছে। মূলত রাজধানী বাগদাদের ভোটকেন্দ্রগুলোতে এ সব আত্মঘাতী হামলা চালানো হয়েছে।

এ ছাড়া রাস্তার পাশে পেতে রাখা বোমা সেনা সদস্য ও নির্বাচনের প্রতিবেদন তৈরিতে দায়িত্বরত সাংবাদিকদের বহনকারী গাড়ি লক্ষ্য করে বিস্ফোরণ ঘটানো হয়।

তাৎক্ষণিকভাবে কোনো গোষ্ঠী এ সব হামলার দায়িত্ব স্বীকার করেনি।

এদিকে, এ সব হামলার পর বুধবার অনুষ্ঠিতব্য নির্বাচনে সাধারণ ভোটারদের ভোটগ্রহণকালের নিরাপত্তা নিশ্চিতের ব্যাপারে নিরাপত্তা বাহিনীর ক্ষমতা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। বুধবারের ওই নির্বাচনে ২ কোটি মানুষের ভোট দেওয়ার কথা রয়েছে।



মন্তব্য চালু নেই