ইরাকে আরো সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

ইরাকে নতুন করে আরো সেনা পাঠানোর ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) রকেট হামলায় এক মার্কিন মেরিন সেনা নিহত হওয়ার পর রোববার এই ঘোষণা দেওয়া হয়।

পেন্টাগন এক বিবৃতিতে জানিয়েছে, ইরাকি বাহিনীকে আইএসের বিরুদ্ধে যুদ্ধে সহায়তা করার জন্য ২৬ মেরিন এক্সপেডিসনারি ইউনিট থেকে আরো কিছু সেনা সেখানে পাঠানো হবে। তবে ঠিক কতজন সেনাকে ইরাকে মোতায়েন করা হবে, তার কোনো সুনির্দিষ্ট সংখ্যা উল্লেখ করেনি পেন্টাগন। এসব সেনাকে উত্তরাঞ্চলীয় ইরাকের মাখমুর এলাকার কাছে যৌথ বাহিনীর ঘাঁটিতে মোতায়েন করা হবে।

শনিবার স্বায়ত্তশাসিত কুর্দিস্তানের একটি ঘাঁটিতে আইএসের রকেট হামলায় এক মেরিন সেনা নিহত ও আরো কয়েকজন আহত হয়। ইরাকে জঙ্গিবিরোধী লড়াইয়ে এটি দ্বিতীয় মার্কিন সেনা নিহত হওয়ার ঘটনা।



মন্তব্য চালু নেই