ইরাকে আটক ১৮০ বাংলাদেশি

ইরাকে আটকে পড়া ১৮০ জন বাংলাদেশির পরিবারের সদস্যরা অভিযোগ করছে, তাদের দেশে ফিরিয়ে আনতে সরকার কিছুই করছে না। বিষয়টি তুলে ধরতে আজ ঢাকায় একটি সংবাদ সম্মেলন করছে তারা।

গত মে মাসে ঢাকার একটি রিক্রুটিং এজেন্সি ওই বাংলাদেশিদেরকে চাকরি দিয়ে কাতারে নিয়ে যাওয়ার কথা বলে ইরাকের নাজাফে নিয়ে যায়। সেখানে তাদের পাসপোর্ট কেড়ে নিয়ে আটকে রাখা হয়েছে বলে অভিযোগ।

বিষয়টি সরকারের বিভিন্ন পর্যায়ে এবং বাংলাদেশ দূতাবাসে জানানোর পরও তাদের উদ্ধার করে প্রত্যাবাসনের কোনো উদ্যোগ নেয়া হচ্ছে না বলে অভিযোগ।

আজকের সংবাদ সম্মেলনের মূল উদ্যোক্তা রাইটস, যশোর নামে একটি মানবাধিকার সংস্থার প্রধান বিনয় কৃষ্ণ মল্লিক আটকেপড়া বাংলাদেশিদের বিষয়টি নিয়ে অনেকদিন ধরেই সরকারের সঙ্গে দেন-দরবার করছেন।

এই ১৮০ জন বাংলাদেশিকে ইরাকের একটি কোম্পানিতে বন্দুকের মুখে আটক রাখা হয়েছে বলে জানান বিনয় কৃষ্ণ মল্লিক।

সেখানে তারা খাবার ও পানির সমস্যায় ভুগছিল বলেও জানান তিনি। সরকারকে বিষয়টি জানানোর পর এক সপ্তাহের মধ্যে ব্যাপারটি সুরাহা করার কথা জানালেও কোনো অগ্রগতি হয়নি।

আটকেপড়া বাংলাদেশিদের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হচ্ছে বলে জানান বিনয় কৃষ্ণ মল্লিক।–বিবিসি।



মন্তব্য চালু নেই