ইরাকের মসুল শহর বিদ্রোহীদের দখলে

ইরাকের দ্বিতীয় বৃহত্তম শহর মসুল দখলে নিয়েছে ইসলামিক স্টেট ইন ইরাক অ্যান্ড দ্য লেভান্তসহ (আইএসআইএল) বেশ কয়েকটি সশস্ত্র সংগঠন। এ ঘটনায় দেশটির প্রধানমন্ত্রী নূরি আল মালিকি পার্লামেন্টে জরুরি অবস্থা জারির আহ্বান জানিয়েছেন।

এসময় তিনি বলেন, ‘আমরা মসুলকে সন্ত্রাসীদের হাতে ছেড়ে দেবো না। সন্ত্রাসবাদের বিরুদ্ধে ইরাকের এ যুদ্ধে আমরা সকল আন্তর্জাতিক সংগঠনের কাছে সহায়তা কামনা করছি। যদি সন্ত্রাসবাদ ছড়িয়ে পড়ে তাহলে পুরো বিশ্বকেই ভুগতে হবে।’

তিনি আরো জানান, যে সব সাধারণ নাগরিক সরকারের পক্ষে হয়ে লড়াই করতে ইচ্ছুক তাদেরকে অস্ত্র দেয়া হবে।

এদিকে মসুল শহরের দখল নেয়ার পরই আইএসআইএল ৩০০০ বন্দীকে জেল থেকে পালিয়ে যাওয়ার সুযোগ দিয়েছে।

তবে মালিকির জরুরি অবস্থা জারির প্রস্তাব বিরোধিতার মুখে পড়তে পারে। কারণ এর ফলে ক্ষমতা কুক্ষিগত করার সুযোগ পাবেন তিনি। আইএসআএলের মতো ছোট সংগঠনের মসুর দখল নেওয়ার ঘটনাকেও বাঁকা চোখে দেখছেন অনেকে। এর আগেও ফালুজা শহরটি সরকারের নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।



মন্তব্য চালু নেই