ইন্দোনেশিয়ায় ৭ মাত্রার ভূমিকম্প
ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলীয় পাপুয়া প্রদেশে সোমবার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ জানিয়েছে, রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৭। ওই ভূমিকম্পে বেশ কিছু বাড়ি ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া এখনও পর্যন্ত নিঁখোজ রয়েছেন একজন।
সোমবার স্থানীয় সময় সকাল ৬ টা ৪১ মিনিটে ভূমিকম্পটি আঘাত হেনেছিল বলে জানা গেছে। এটি প্রদেশের রাজধানী জায়াপুরা থেকে প্রায় ২শ ৫০ কিলোমিটার পশ্চিমের দূরবর্তী এলাকায় অনুভূত হয়েছিল। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ জানিয়েছে, ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ৫২ কিলোমিটার।
ইরিয়ান জায়া জঙ্গলের অর্ন্তদেশে আঘাত হানা ওই ভূমিকম্প থেকে সুনামির সম্ভাবনা নেই বলে জানিয়েছে হাওয়াই নির্ভর প্রশান্ত মহাসাগরীয় সুনামি সর্তকতা কেন্দ্র।
মন্তব্য চালু নেই