ইন্দোনেশিয়ার এফ-১৬ বিমানে আগুন

ইন্দোনেশিয়ায় বৃহস্পতিবার রানওয়ে ছাড়ার সময় একটি জঙ্গি বিমানে আগুন ধরে যায়। এতে কেউ নিহত হয়নি। তবে এ সময় ককপিট থেকে লাফিয়ে নামতে গিয়ে আহত হয়েছেন এর চালক।

রাজধানী জাকার্তার বিমান ঘাঁটি থেকে উড্ডয়নের চেষ্টা করছিল এফ-১৬ বিমানটি। এ সময় হঠাৎ করেই এতে আগুন ধরে যায় এবং গোটা বিমান ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়। । এ ঘটনা সম্পর্কে ইন্দোনেশিয়ার বিমান বাহিনীর প্রধান আগুস সুপরিয়াতনা স্থানীয় একটি নিউজ চ্যানেলকে জানিয়েছেন, ‘রানওয়ে ছাড়ার সময় বিমানটির ইঞ্জিনে আগুন ধরে যায়। তখন এর চালক লাফিয়ে ককপিট থেকে নিচে নেমে আসেন।’ তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে । তবে তার অবস্থা তেমন গুরুতর নয় বলেও তিনি জানিয়েছেন।

বৃহস্পতিবার জাকার্তা ঘাঁটি থেকে উড়তে শুরু করেছিল সবমিলিয়ে চারটি জঙ্গি বিমান। বাকি তিনটি আকাশে পাখা মেলতে পারলেও রানওয়েতে দুর্ঘটনায় পড়ে একটি জঙ্গি বিমান।

সম্প্রতি ইন্দোনেশিয়াকে বেশ কয়েকটি এফ-১৬ জঙ্গি বিমান সরবরাহ করেছে যুক্তরাষ্ট্র । এরই একটিতে আগুন ধরেছে বলে জানা গেছে। তাৎক্ষণিকভাবে ওই দুর্ঘটনার কারণ জানা যায়নি।



মন্তব্য চালু নেই