ইউরোপে আরও হামলার আশঙ্কা ফ্রান্সের

ফ্রান্সসহ ইউরোপজুড়ে আরও সন্ত্রাসী হামলার আশঙ্কা করছে দেশটির প্রশাসন। ফরাসী প্রধানমন্ত্রী ম্যানুয়েল ভলস সোমবার এ কথা বলেছেন। খবর বিবিসির।

ভলস বলেন, ফ্রান্স ও ইউরোপের অন্যান্য দেশে নতুন করে সন্ত্রাসী হামলার পরিকল্পনা করা হয়েছে।

ফ্রেঞ্চ রেডিওতে সোমবার সকালে তিনি আরও বলেন, ‘প্যারিসে গত শুক্রবার ইসলামী বিদ্রোহীদের হামলার পরিকল্পনা সিরিয়া থেকে করা হয়েছে।’

তিনি জানান, দেশজুড়ে সন্দেহভাজন সন্ত্রাসীদের ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ।

সোমবার এ পর্যন্ত নয়জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে আলজাজিরা।

সন্ত্রাসীদের হুমকির বিরুদ্ধে ফরাসীদের একত্রিত থাকার আহ্বানও জানিয়েছেন ভলস। তিনি বলেন, ‘আমাদের ভালভাবে বাঁচতে হবে। কিন্তু সন্ত্রাসীদের এই হুমকির পরিপ্রেক্ষিতে ফ্রান্সবাসীকে একত্রিত থাকতে হবে।’

তিনি আরও বলেন, ‘ইসলামিক স্টেট (আইএস) আমাদের বিরুদ্ধে যুদ্ধে জয়ী হতে পারবে না। কিন্তু এই সন্ত্রাসী সংগঠনটি আমাদের দুর্বল ও বিভক্ত করতে চেষ্টা করবে।’

প্যারিসে গত শুক্রবার মধ্যরাতে সিরিজ হামলায় ১২৯ জন নিহত ও ৩৫২ জন আহত হয়। ওই ঘটনায় ৭ হামলাকারীও নিহত হয়েছে।



মন্তব্য চালু নেই