ইউপি নির্বাচন ৪র্থ ধাপ ফরিদপুরের সালথায় বিএনপির প্রার্থী চুড়ান্ত

মহসিন উদ্দিন, সালথা, ফরিদপুর: তফশীল ঘোষণা না হলেও ফরিদপুরের সালথা উপজেলায় আসন্ন ৪র্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সংসদের বাইরে থাকা সাবেক প্রধান বিরোধী দল বিএনপি চেয়ারম্যান পদে প্রার্থী চুড়ান্ত করেছে। দলের মনোনয়ন বোর্ডের দায়িত্বশীল এক নেতা চেয়ারম্যান পদে একক প্রার্থী চুড়ান্তের বিষয়টি নিশ্চিত করেন।

সালথা উপজেলার ৮ ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান প্রার্থীরা হলেন
১. রামকান্তপুর ইউনিয়নে – মোঃ সিদ্দীকুর রহমান তালুকদার
২. গট্টি ইউনিয়নে – খোন্দকার খায়রুল বাশার আজাদ
৩. আটঘর ইউনিয়নে – মোঃ শাহিনুর রহমান শাহিন
৪. ভাওয়াল ইউনিয়নে – আসিফ মওদুদ মাসুম
৫. মাঝারদিয়া ইউনিয়নে – মোঃ হারুন মাতুব্বর
৬. সোনাপুর ইউনিয়নে – মোঃ মনিরুজ্জামান মোল্যা মনির
৭. যদুনন্দী ইউনিয়নে – আবুল খায়ের মুন্সী
৮. বল্লভদী ইউনিয়নে – মাষ্টার মজিবর রহমান

সালথা উপজেলা বিএনপি সভাপতি মোঃ সিদ্দীকুর রহমান তালুকদার ইউপি চেয়ারম্যান পদে দলের প্রার্থীদের নাম নিশ্চিত করেন।

সালথা উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ নিজাম উদ্দীন আহম্মেদ বলেন, সালথায় ৪র্থ ধাপে ইউপি নির্বাচন হবে। নির্বাচন কমিশনের চিঠি মোতাবেক যথা সময়ে তফশীল ঘোষণা করা হবে।



মন্তব্য চালু নেই