ইউপি নির্বাচন : অভিযোগ জানাতে বিকেলে ইসিতে যাবে বিএনপি
তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ভোটগ্রহণে অনিয়মের অভিযোগ তুলে ধরতে বিএনপির একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনে (ইসি) যাবে।
চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান জানান, বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের নেতৃত্বে শনিবার বিকেল ৩টায় প্রতিনিধি দলটি ইসিতে যাবে। তৃতীয় ধাপের ইউপি নির্বাচনের ভোটগ্রহণে সারাদেশে যে অনিয়ন-সহিংসতা চলছে তা ইসিকে জানাবে বিএনপির এ প্রতিনিধি দল।
প্রসঙ্গত, তৃতীয় ধাপে শনিবার সকাল ৮টায় সারাদেশে ৬১৪টি ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ শুরু হয়েছে। বিরতিহীনভাবে এ ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত।
মন্তব্য চালু নেই