আহতদের সরিয়ে নেয়া হচ্ছে এয়ার অ্যাম্বুলেন্সে

যুক্তরাজ্যের পার্লামেন্ট ভবনের বাইরে বন্দুক ও ছুরি হামলাকে ‌‘সন্ত্রাসী হামলা’ বলে মন্তব্য করেছে ব্রিটিশ পুলিশ। স্থানীয় সময় বুধবার দুপুর ২টা ৪০মিনিটের দিকে ব্রিটেনের পার্লামেন্ট ভবনে ছুরি ও বন্দুক হামলায় অন্তত দু’জন নিহত ও এক ডজনেরও বেশি মানুষ আহত হয়েছে।

ব্রিটিশ মেট্রোপলিটন পুলিশ বলছে, আমরা এ ঘটনা ‘সন্ত্রাসী হামলা’ হিসেবে মনে করছি। পার্লামেন্টে ভবনের কাছের একটি সেতুর কাছে ছুরিকাঘাতে এক ডজনেরও বেশি মানুষ আহত হয়েছে।

বার্তাসংস্থা রয়টার্সের এক আলোকচিত্রী ওয়েস্টমিনিস্টার সেতুর কাছে ১২ জনকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখেছেন। ঘটনাস্থলে এয়ার অ্যাম্বুলেন্স মোতায়েন করা হয়েছে। আহতদের উদ্ধারের পর স্থানীয় হাসপাতালে নেয়া হচ্ছে।

তবে হামলায় বিট্রিশ প্রধানমন্ত্রী থেরেসা মে নিরাপদ আছেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক মুখপাত্র এ তথ্য জানালেও হামলার সময় থেরেসাকে কোথায় নেয়া হয়েছে সেবিষয়ে কোনও তথ্য দেননি। পুলিশ বলছে, পার্লামেন্টের বাইরে দুর্বৃত্তের ছুরিকাঘাতে এক পুলিশ কর্মকর্তা গুরুতর আহত হয়েছেন। পরে পুলিশের গুলিতে হামলাকারী মারা গেছেন।



মন্তব্য চালু নেই