আশুলিয়ায় দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত ২০

সাভারের আশুলিয়ায় দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত হয়েছে। এছাড়া এই ঘটনায় আহত হয়েছে অন্তত অরও ২০ জন। আহতদের উত্তরার বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে আশুলিয়ার টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কের মরাগাং এলাকায় এই দূর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, খুলনা থেকে ঢাকাগামী ঈগল পরিবহনের একটি যাত্রীবাহী বাস আশুলিয়ার টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কের মরাগাং এলাকায় পৌছালে বিপরীত থেকে ছেড়ে আসা আনন্দ সপার পরিবহনের অপর একটি যাত্রীবাহী বাসের সাথের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাস দুটি সড়ক থেকে নিচে পড়ে যায়। এবং ঘটনাস্থলেই ঈগল পরিবহনের চালক, এক যাত্রীসহ আনন্দ সুপার পরিবহের এক যাত্রী মারা যায় পরে চিকিৎসাধীন অস্থায় আনন্দ সুপার বাসের ড্রাইভারও মারাযায়। এছাড়া আহত হয় অন্তত ২০ জন।

পরে উত্তরা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌছে আহতদের উদ্ধার করে উত্তরার বিভিন্ন ক্লিনিকে পাঠায়।

এঘটনয় শেষ খবর পাওয়া পর্যন্ত নিহতদের নাম পরিচয় জনাযায়নি।



মন্তব্য চালু নেই