বিশ্বকাপ ফুটবল ২০১৪

আর্জেন্টিনার জার্সিতেই বেশি সুখী মেসি?

দেশপ্রেম নেই লিওনেল মেসির! দেশের জাতীয় সংগীত গাইতে পারেন না এমএলটেন! আর্জেন্টিনার জার্সিকে ভালোবাসেন না বার্সেলোনা প্রাণ ভোমরা! আর্জেন্টাইন পরিচয়ের চেয়ে আরো বেশি কাতালন মেসি! এমন ভুরি ভুরি অভিযোগ শুনতে শুনতে ক্লান্ত টানা চারবারের ফিফা বর্ষসেরা ফুটবলার মেসি।

শুধু কী ক্লান্ত? এসব অনৈতিক অভিযোগে রীতিমতো ব্যথিতও রোজারিও’র বিস্ময়। কয়েক দিন আগে এক সাক্ষাৎকারে ফুটবলের ক্ষুদে যাদুকর বিষয়টি খোলাসা করেন। জানান, ‘আর্জেন্টিনার জার্সিকে তিনি পছন্দ করেন না কেউ এমন অভিযোগ করলে মুষড়ে পড়েন তিনি। এটা তাকে ভীষণ কষ্ট দেয়।’

মেসির এসব দাবি-দাওয়া মনে হয় দেশটির মানুষের হৃদয়ে ধরেছে। তারা ভালোবাসতে শুরু করেছেন নিজেদের অমূল্য রতনকে। তাই মেসি গোল করলে এখন আরো বেশি উচ্ছ্বাস হয় আর্জেন্টিনার রাস্তায় কিংবা অলিতে গলিতে। তাছাড়া মেসির জন্য স্তবকও গায় দেশটির কবি-সাহিত্যিকরা। এ দারুণ এক বৈপরিত্য।মেসি মুগ্ধতার এই তালিকায় নতুন সংযোজন দেশটির কিংবদন্তি ফুটবলার অছি আর্দিলিস।

লিও’র জন্য উচ্চকিত সাবেক এই আলবেসেলেস্তি তারকা। রোববার এক সাক্ষাৎকারে আর্দিলিস বলেন, ‘এখন সে বার্সার থেকেও বেশি করে আর্জেন্টাইন। মেসি সাম্প্রতিক সময়ে বার্সার জার্সিতে খুব বেশি আলো ছড়াতে না পারলেও দেশের হয়ে দারুণ করেছে। বিশ্বকাপ বাছাই পর্বে সে দুর্দান্ত ছিল। সেজন্য এবার আশাবাদী হতেই পারি আমরা।’



মন্তব্য চালু নেই