আয়ের খবর সাজানো, জানালেন বাংলাদেশি ছাত্র। অনুসন্ধানে জানা গেছে খবরটি আসলে ভুয়া

যুক্তরাষ্ট্রে বসবাসকারী বাংলাদেশি তরুণ মোহাম্মদ ইসলামের শেয়ার বাজার থেকে ৭ কোটি ডলারেরও বেশি আয়ের যে খবরটি গণমাধ্যমে প্রকাশিত হয়েছিল, সেটি শেষ পর্যন্ত ভুয়া বলে জানা গেছে। আন্তর্জাতিক ও বাংলাদেশী মিডিয়া এ নিয়ে গত কয়েকদিন সংবাদ প্রকাশ করে বাংলাদেশী এই স্কুল ছাত্রের প্রায় ৬০০ কোটি টাকা আয় নিয়ে।

নিউ ইয়র্ক ম্যাগাজিনে সোমবার ১৭ বছর বয়সী স্কুলছাত্র মোহাম্মদ ইসলামের ৭২ মিলিয়ন ডলারের মালিক হওয়ার খবর প্রকাশিত হয়।

এরপর বিষয়টি নিয়ে আরও অনুসন্ধান চালানো হলে জানা যায় খবরটি আসলে ভুয়া।

যাকে নিয়ে এই খবর, মঙ্গলবার দ্য নিউ ইয়র্ক অবজারভারকে দেয়া এক সাক্ষাতকারে সেই স্কুলছাত্র মোহাম্মদ ইসলাম স্বীকার করেছেন যে, পুরো ব্যাপারটিই ছিল সাজানো।

ভুল খবর প্রকাশের জন্য দোষ স্বীকার করে পাঠকদের কাছে ক্ষমা চেয়েছে নিউ ইয়র্ক ম্যাগাজিন। খবরটি প্রকাশের ক্ষেত্রে এর সত্যতা যাচাইয়ের প্রক্রিয়াটি যথেষ্ট ছিলনা বলেও বিবৃতি দিয়েছে তারা।



মন্তব্য চালু নেই