‘আব্বাস চাচাকে দেখেছেন এবার আমায় সুযোগ দিন’

আসন্ন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী সাঈদ খোকন রাজধানীর ধোলাইখাল, সূত্রাপুর ও কোতয়ালী থানা এলাকায় গণসংযোগ করেছেন সাঈদ খোকন।

গণসংযোগকালে সাঈদ খোকন বলেন, ‘মির্জা আব্বাস সাহেব আমার চাচার মতো। উনি ঢাকার মেয়র ও এক সময় মন্ত্রী ছিলেন। উনি কী উন্নয়ন করেছেন আপনারা জানেন। আবার বাবা প্রয়াত মেয়র হানিফ কী করেছেন তাও জানেন।’

তিনি বলেন, ‘আব্বাস চাচা কী করেছেন তা আপনারা দেখেছেন। এবার আমায় সুযোগ দিন। ইলিম মাছ মার্কায় ভোট দিন। আমি আপনাদের সেবায় আমার বাবার মতো নিয়োজিত থাকব। প্রয়োজনে জীবন উৎসর্গ করব।’

সাঈদ খোকন বলেন, ‘আমায় নির্বাচিত করলে নগর পিতা নয়, আপনাদের সেবক ও সন্তান হিসেবে থাকব।’



মন্তব্য চালু নেই