আফগানিস্তানে মার্কিন দূতাবাস বন্ধ ঘোষণা

আফগানিস্তানে জার্মান দূতাবাস এবং একটি মার্কিন সেনা ঘাঁটিতে হামলার পর মার্কিন দূতাবাস বন্ধ করে দেয়া হয়েছে।

শনিবার রাতে এক বিবৃতিতে দূতাবাসের তরফ থেকে জানানো হয়েছে, সতর্কতামূলক ব্যবস্থার অংশ হিসেবে অস্থায়ীভাবে রোববার দূতাবাসের স্বাভাবিক কার্যক্রম বন্ধ রাখা হয়েছে।

শনিবার রাজধানী কাবুলের বাগরাম বিমানবন্দরের কাছে এক আত্মঘাতী হামলায় দুই সেনা এবং দুই ঠিকাদার নিহত হওয়ার পর এই সিদ্ধান্ত জানানো হয়।

এর মাত্র দু’দিন আগে উত্তরাঞ্চলীয় মাজার-ই-শরীফে অবস্থিত জার্মান দূতাবাসে হামলা চালিয়ে ছয়জনকে হত্যা করে জঙ্গিরা। ওই হামলায় আরো শতাধিক মানুষ আহত হয়।



মন্তব্য চালু নেই